জয়পুরহাটে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে ইউনিয়ন প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত।
মোঃ আল আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি।
১৭ আগষ্ট শনিবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সাধারণ উদ্যোগ ইউনিয়ন প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এ্যাড. মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী এ্যাড.আসলাম হোসেনের পরিচালনায় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জয়পুরহাট জেলার সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব ডা: ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও বগুড়া অঞ্চলের পরিচালক অধ্যাপক আব্দুল মতিন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা উপদেষ্টা জনাব মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল।
আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সহ: সভাপতি আব্দুল হাদী, শহিদুল ইসলাম পাটোয়ারী, সদর উপজেলা সভাপতি গোলাম রব্বানী, পৌর সভাপতি আমিমুল এহসান আমান,পাঁচবিবি উপজেলা সভাপতি আলতাব হোসেন, কালাই উপজেলা সভাপতি মনতাহার হোসেন,আক্কেলপুর উপজেলা সভাপতি হারুনুর রশিদসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।
প্রধান অতিথি ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন-বাংলাদেশ কে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সকল প্রকার অন্যায়, জুলুম ও চাঁদাবাজীর বিরুদ্ধে শ্রমিক জনতা সাথে নিয়ে এক্য বদ্ধ ভূমিকা রাখতে হবে।