শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার। সংযুক্ত আরব আমিরাত দুবাই শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল কালীগঞ্জে জমির মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জনগণের মুক্তির প্রত্যাশা অপরাধ ও জঙ্গী উত্থানের অবসান ঘটাতে শেখ হাসিনাকেই চায় বাংলাদেশ আনোয়ারায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে ‘প্রহসন ও দেশবিরোধী ষড়যন্ত্র’ বললেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

রিপোর্টারঃ স,ম,জিয়াউর রহমান

গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে,আজ শনিবার ১৭ আগস্ট
ব্যাংকপাড়া প্রধান কার্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাহাবুব আলী খান, সভাপতি, জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জি এম সাহাবউদ্দীন আজম, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ গোপালগঞ্জ। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রূলক মিথ্যা মামলা দায়ের ও তাঁকে জোরপূর্বক পদত্যাগ ও দেশ ত্যাগে বাধ্য করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং যতদিন পর্যন্ত সসম্মানে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে না আনতে পারবে ততদিন পর্যন্ত রাজপথ ছেড়ে ঘরে ফিরবে না এ কথা বলেন।
সভাপতিত্ব করেন গোলাম কবির সভাপতি পৌর আওয়ামী,
এছাড়া আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসাবে আলিমুজ্জামান বিটু, সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগ, গোপালগঞ্জ।
সঞ্চালনা করেন টিটো বৌদ্ধ, প্রচার ও প্রকাশনা সম্পাদক,আরো বক্তব্য রাখেন আজিজুর রহমান শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক। আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলী নাঈম খান জিমি এবং পৌর আওয়ামী লীগের সহ- সভাপতি মাহমুদ সিকদার। আরো বক্তব্য রাখেন লিয়াকত আলী লেকু সাবেক মেয়র এবং সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগ।
জায়েদ মাহমুদ বাপ্পি সভাপতি, সদর উপজেলা যুব লীগ, মোহাম্মদ ফিরোজ সাধারণ সম্পাদক সদর উপজেলা যুবলীগ।
আরো বক্তব্য রাখেন নিউটন মোল্লা সভাপতি জেলা ছাত্রলীগ ও সাধারণ সম্পাদক আমির হামজা এবং পৌর কাউন্সিলর আলামিন সিকদার কুটু,ও অন্যান্য কাউন্সিলর বৃন্দ প্রমুখ । ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকলের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা দোয়ায় অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page