“কেন্দুয়ায় বিএনপির নাম ভাঙিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে একশ্রেণির কুচক্রী মহল”
মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বিএনপির নাম ভাঙিয়ে এক শ্রেণির অসাধু লোক মানুষজনের কাছ থেকে টাকা দাবি করে হুমকি দিচ্ছে।
এবিষয়ে বিএনপি নেতা মজনু খন্দকারের কাছে জানতে চাইলে তিনি বলেন,
কতিপয় কিছু নামধারী অথবা কিছু বিপদগামী বিএনপির নামধারী নেতা, সমর্থক লোকজনকে বিভিন্ন মামলার আসামি করা হবে অথবা মামলা দেওয়া হবে বলে ভয়ভীতি প্রদর্শন করছে।যা আমাদের দল বিএনপি কখনো সমর্থন করে না।
আমি বা আমরা জানতে পারছি, এই সুযোগে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে।
তাই আমার বা আমাদের অনুরোধ কোনো ব্যক্তি, ও নেতা নামধারী অমানুষের সাথে অর্থ লেনদেন করবেন না।
প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্হা নেয়া হবে।
উল্ল্যাখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশত্যাগের পর কেন্দুয়াতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অতীতের বিভিন্ন অপরাধের অভিযোগে মামলা হচ্ছে।