শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থাগিত ॥ ক্ষুভে ফুঁসছে নেতাকর্মীরা॥ প্রতিবাদ সমাবেশ রাজাকারদের পাহারাদার দখলদার ইউনূস সরকারের প্রহসনের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে বাংলাদেশের ছাত্রসমাজ ৫ই আগষ্ট নোয়াখালী,চাটখিল থানা লুটের অস্ত্রে দিয়ে নিজেই নিজের গুলিতে আহত হয়ে মৃতুর ৯ মাস পর আদালতে অভিযোগ =!! ঝিনাইদহ কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অভয়নগরে অগ্নিবীণা ১২৬ তম নজরুল জয়ন্তী উৎসব ‘২০২৫ পালিত। মেধা মূল্যায়ন ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ! বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা খামারের গরু নিয়ে হাটে এসেছেন বিক্রির আশায়, গরুর দাম প্রত্যাশিত না হওয়ায় পড়েছেন বিপাকে ! ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের পুনর্গঠিত নতুন কার্যকরী কমিটি প্রথম সভা

শহীদুল্লাহ চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে তুলশীরচরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাবাসী৷

শহীদুল্লাহ চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে তুলশীরচরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাবাসী৷

জাহাঈীর আলম জেলা প্রতিনিধি জামালপুর 

জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়ন পরিষদের দুর্নীতিবাজ ও অবৈধ ভোটে নির্বাচিত চেয়ারম্যান শহীদুল্লাহ্ শহীদ-এর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় তুলশীরচর ইউনিয়নের টিকারাকান্দি বাজার হতে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে তুলশীরচর ইউনিয়ন পরিষদের সামনে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মিজানুর রহমান মিজান,জাহাঙ্গীর আলম (কালু),জাফর ইকবা,শেমল মিয়া, জুব্বা হোসেন প্রমূখ। ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে  ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। 

এসময় বক্তারা বলেন,তুলশীরচর ইউনিয়রে বরাদ্দকৃত অতিদরিদ্রদের জন্য কর্ম সংস্থা কর্মসূচীর প্রায় ৩৫০ জন শ্রমিকের মধ্যে যারা প্রকৃত শ্রমিক তাদের নিকট থেকে ১৫০০ (পনের হাজার) টাকা চেয়ারম্যান নগদ গ্রহন করে ৫০-৬০ জন শ্রমিকের নাম তালিকা ভূক্ত করেন। বাকী প্রায় ১৯০-২০০ জন শ্রমিকের সঙ্গে স্থানীয় লোকজনের মাধ্যমে যোগ সাজসে নাম তালিকা ভক্ত করেন এবং তাদের নিকট থেকে প্রতি ৪০ দিনে ৫০০০ টাকা থেকে ৬০০০ টাকা করে চেয়ারম্যান নগদ গ্রহন করে বিল প্রধানের ব্যবস্থা করেন এবং ১০০ জন শ্রমিকের নাম ব্যবহার করে হিসাব নম্বরের জায়গায় তার নিজস্ব আত্মীয় স্বজনের মোবাইল হিসাব নাম্বর ব্যবহার করে পুরো ১০০জন শ্রমিকের সমস্ত মজুরির টাকা আত্মসাত করে যা সরেজমিনে তদন্ত করলে দেখতে পাবেন। 

সাবেক প্রধানমন্ত্রীর উপহার সবার জন্য গৃহ নির্মান কর্মসূচীতে উপকার ভোগীর নিকট থেকে ২০হাজার টাকা নিয়ে বছরের পর বছর ঘুরিয়ে কিছু লোককে ঘর প্রদান করেন। মাতৃত্বকাল ভাতা প্রদানকর্ম সূচীর আওতায় গর্ভবতী মহিলাদের নিটক থেকে ১০হাজার টাকা নগদ নিয়ে ভাতাভোগী বাছাই করেন। ইউনিয়নে বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচীর ১৫২ জন উপকার ভোগীর নিকট থেকে ৬থেকে৭হাজার টাকা নিয়ে নাম মাত্র লটারী প্রক্রিয়া করে চেয়ারম্যান তার নিবার্চিত টাকা নেওয়া মহিলাদের নাম তালিকাভূক্ত করেন। এছাড়াও ইউনিয়নে বরাদ্দকৃত ৪৫০০ জন ভিজিএফ কর্মসূচীর উপকারভোগীর মধ্যে প্রায় ১হাজার বিজিএফ স্লিপ চেয়ারম্যান নিজে রেখে বিক্রি করেন এবং ৩৫০০জন উপকারভোগীদের মধ্যে ৭ কেজি ৮ কেজি হিসাবে চাউল বিতরণ করে আসছেন দীর্ঘদিন ধরে।তার এই সীমাহীন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে এতোদিন কেও কিছু বলতে গেলে তিনি দলীয় প্রভাব খাটিয়ে দমিয়ে রেখে ছিলেন। 

দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে নানা রকম অনিয়ম দুর্নীতি ও নাগরিকদের হয়রানি নিরসনে জরুরি ভিত্তিতে পদত্যাগের দাবি বাস্তবায়নে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা,জামালপুর জেলা প্রশাসক ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী …।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page