সুজানগর পৌর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নবাগত থানা অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা প্রদান।
এম এ আলিম রিপন,সুজানগর পাবনা:
পাবনা জেলার সুজানগর থানার নবাগত অফিসার ইনচার্জ সাকিউল আযমকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দল পৌর শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নতুন যোগদান কৃত ওসিকে মঙ্গলবার ফুলেল শুভেচ্ছা জানান পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আজাদ খান, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক রতন বিশ্বাস,তালেব খান এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজা উদ্দিন ও সদস্য সচিব বিপুল প্রামানিক। এ সময় যুবদল নেতা ইকবাল হোসেন, জিয়া বিশ্বাস,মন্টু খাঁ পৌরস্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন ও উপজেলা প্রজন্ম দলের আহ্বায়ক আনাস অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ সাকিউল আযম সুজানগর কে একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করে জানান, আমার সর্বপ্রথম কাজ হবে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। আর এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি ।