শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম:
ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থাগিত ॥ ক্ষুভে ফুঁসছে নেতাকর্মীরা॥ প্রতিবাদ সমাবেশ রাজাকারদের পাহারাদার দখলদার ইউনূস সরকারের প্রহসনের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে বাংলাদেশের ছাত্রসমাজ ৫ই আগষ্ট নোয়াখালী,চাটখিল থানা লুটের অস্ত্রে দিয়ে নিজেই নিজের গুলিতে আহত হয়ে মৃতুর ৯ মাস পর আদালতে অভিযোগ =!! ঝিনাইদহ কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অভয়নগরে অগ্নিবীণা ১২৬ তম নজরুল জয়ন্তী উৎসব ‘২০২৫ পালিত। মেধা মূল্যায়ন ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ! বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা খামারের গরু নিয়ে হাটে এসেছেন বিক্রির আশায়, গরুর দাম প্রত্যাশিত না হওয়ায় পড়েছেন বিপাকে ! ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের পুনর্গঠিত নতুন কার্যকরী কমিটি প্রথম সভা

নতুন বাংলাদেশ বিনির্মাণে দলিল লেখকরা ঐক্যবদ্ধ সভাপতি নুর আলম ভূঁইয়া

নতুন বাংলাদেশ
বিনির্মাণে দলিল
লেখকরা ঐক্যবদ্ধ
সভাপতি নুর আলম ভূঁইয়া

মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি, নরসিংদী।

নতুন বাংলাদেশ বিনির্মানে বৈষম্য
বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের
পাশে দলিল লেখকরা রাজপথে এসে
দাড়িয়ে ছিল। দেশের যে কোন
প্রয়োজনে প্রাকৃতিক দুর্যোগ বন্যাসহ
করোনা কালেও দলিল লেখকরা
এদেশের জনগনের পাশে
দাঁড়িয়েছেন। গতকাল বাংলাদেশ
দলিল লেখক সমিতির পল্টন
কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি
হয়ে একথা বলেন সংগঠনটির
সভাপতি আলহাজ নুর আলম
ভূইয়া। ভূঁইয়া বলেন, অতীতে
যেকোন সময়ে আমি দলিল
লেখকদের পাশে ছিলাম। তাদের
সঙ্গে রয়েছে আমার আত্মার সম্পর্ক।
দলিল লেখকদের অধিকার প্রতিষ্ঠায়
আন্দোলন করেছি। তাদের সাথে
থেকে
বাকি অংশ পৃষ্ঠা-৭
দলিল লেখকরা ঐক্যবদ্ধ
প্রথম পৃষ্ঠার পর
আন্দোলনের মাধ্যমে ৬০বছরের বয়স সীমা বাতিল
করেছি। এখন দলিল লেখকরা যতদিন বেঁচে
থাকবেন ততদিন চাইলে দলিল সম্পাদন করতে
পারবেন।
মি. ভূঁইয়া বলেন, নারায়নগঞ্জ ফতুল্লাসহ দেশের
অনেক যায়গায় দলিল লেখকদের বসার স্থান ভেঙ্গে
দেওয়া হয়। সেসময় কর্তৃপক্ষের সাথে আলাপ
আলোচনা করে দলিল লেখকদের বসার ব্যবস্থা
করে দিয়েছি। বর্তমান সময়ে বাংলাদেশ দলিল
লেখক সমিতি দেশের অন্যতম বৃহত্তম একটি
পেশাজীবি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের
সঙ্গে দেশের লক্ষ লক্ষ দলিল লেখকরা জড়িয়ে
আছেন। যারা দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন।
আমি তাদের বিপদ-আপদের সঙ্গী বলেই বলেই
আমাকে বার বার ভোট দিয়ে সভাপতি হিসেবে
নির্বাচিত করেছে। নুর আলম ভুইয়া তিনি আরো
বলেন, দলিল লেখক পেশা যাতে না থাকে, একটি
কুচক্রি মহল বার বার চেষ্টা করে, দলিল লেখা
পেশার উপর আঘাত করেছে, আমরা দলিল
লেখকরা সবাই মিলে চক্রান্ত নৎসাত করে দেই, যে
কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার
এবং মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার না হওয়ার
আহবান জানান আলহাজ নুর আলম ভুইয়া। তিনি
আরো বলেন ছাত্র জনতার আন্দোলনের ফসল
নতুন বাংলাদেশ বিনির্মানে দেশের এই লক্ষ দলিল
লেখকরা ঐক্যবদ্ধ বলে তিনি সাংবাদিকদের কাছে
মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page