বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
সাগর হাসান
জেলা প্রতিনিধি রাজশাহী।
রাজশাহীর দুর্গাপুরে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন করেন শিক্ষকরা। বৈষম্য দূরীকরনের মাধ্যমে স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন এবং জাতীয় করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।
দুর্গাপুর উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে আজ (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে বৈষম্য দূরীকরনের মাধ্যমে স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন এবং জাতীয় করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা, শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন করেছেন উপজেলার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীবৃন্দ।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলাম, বেলঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, জয়নগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম, দুর্গাপুর ফাযিল মাদ্রাসার শিক্ষক ও উপজেলা স্কাউট কমিশনার আজিজুল হক, সিংগা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পানানগর দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কুমার গোষ্স্বামী, পাঁচুবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দীন, নওপাড়া উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন শেখ, হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, হরিরামপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন সহ উপজেলার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
মানববন্ধন শেষে দুর্গাপুর উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপস্থিত শিক্ষকবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর নিকট স্বারকলিপি প্রদান করেন।