চার্জে থাকা মোবাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসকের মৃত্যু
সাগর হাসান
জেলা প্রতিনিধি রাজশাহী।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পেডিইয়েট্রিক অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিকুল আলম নোমান আজ শুক্রবার ভোরে মুঠোফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন।
নিহত ডা. তারিকুল আলম নোমান (৪২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক (শিশু) বিভাগের সহযোগী অধ্যাপক এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজ এর ২৭ তম ব্যাচের ছাত্র ছিলেন।
ময়মনসিংহ নগরীতে রাতে বিছানার পাশে মুঠোফোন চার্জে রেখে ঘুমিয়ে গেলে, ভোর ৪টা নাগাদ দগ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার ভোরে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড জমির মুন্সি লেনে চিকিৎসকের নিজ বাসায় এ দুর্ঘটনাটি ঘটে। চিকিৎসক নোমানের স্ত্রীও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খাঁন বলেন, ‘রাত একটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি শেষে বাসায় ফেরেন ডা. নোমান। বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে চার্জ দেওয়া ছিল মোবাইল ফোন। হঠাৎ সেটিতে আগুন ধরে গেলে ঘুমন্ত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।’
‘পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,’।
পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে বলেও জানান তিনি ।