ভেড়ামারায় Facebook আইডি থেকে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ।
মোহন আলী স্টাফ রিপোর্টার।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার, বাহাদুরপুর ইউনিয়নের সন্তান, ব্যাপক পরিচিত মুখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ক্লিন ইমেজের রাজনৈতিক নেতা দলের দুঃসময়ের রাজপথে লড়াকু সৈনিক। ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রোকন, এর বিরুদ্ধে গত ০৩/১০/২০২৪ ইং তারিখে Facebook অনলাইন দৈনিক কুষ্টিয়ার আলোকিত খবর সহ বিভিন্ন আইডি থেকে তার নামে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে। মোঃ রোকনুজ্জামান রোকন বলেন, আমার বিরুদ্ধে যারা এই মিথ্যা অপপ্রচার করে আসছে তাদের এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জেনে থাকবেন এই বাহাদুরপুর ইউনিয়নে আমাদের এলাকায় বেশ কয়েকজন নামধারী মাদক ব্যবসায়ী আছে। তাদের বিরুদ্ধে কথা বলা ও প্রতিবাদ করার কারণে আমার বাড়ি সহ আমার উপরে কিছুদিন আগে রাত্রে সন্ত্রাসী হামলা হয় এবং আমার বাড়িতে তারা গুলি পর্যন্ত করে। তারপর থেকেই আমার বিরুদ্ধে বিভিন্ন আইডি থেকে এই মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে। তাই আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।