পাবনার ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
মোঃ সাবেদুল সরকার পাবনা প্রতিনিধি।
পাবনার ফরিদপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার শিরিন সুলতানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি র্যালী পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শিরিন সুলতানা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ,অধ্যক্ষ আলতাব হোসেন, অধ্যক্ষ শাহাদত হোসেন, অধ্যক্ষ ফারুক হোসেন, আবু বাসেত,প্রধান শিক্ষক হাসান তারেক,মোঃ আলমগীর হোসেন, শাপিনুর রহমান,শাহ আলম,প্রমুখ।