সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
আনোয়ারায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে ‘প্রহসন ও দেশবিরোধী ষড়যন্ত্র’ বললেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনান এসডিজি ইয়ুথ ফোরামের ক্যাম্পেইন উদ্বোধনে ফারুক-ই আজম বীর প্রতীক কুষ্টিয়ার ভেড়ামারায় বেগম জিয়ার কারা মুক্তি দিবস ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা নবগঠিত সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটির বিজয় মিছিল ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থাগিত ॥ ক্ষুভে ফুঁসছে নেতাকর্মীরা॥ প্রতিবাদ সমাবেশ রাজাকারদের পাহারাদার দখলদার ইউনূস সরকারের প্রহসনের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে বাংলাদেশের ছাত্রসমাজ ৫ই আগষ্ট নোয়াখালী,চাটখিল থানা লুটের অস্ত্রে দিয়ে নিজেই নিজের গুলিতে আহত হয়ে মৃতুর ৯ মাস পর আদালতে অভিযোগ =!! ঝিনাইদহ কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডাল মে কুছ কালা হে সাংবাদিক থাকলে আমি থাকবো না,চলে যাবো একথা কেনও বললেন উপদেষ্টা ডা. আসিফ নজরুল।

ডাল মে কুছ কালা হে
সাংবাদিক থাকলে আমি থাকবো না,চলে যাবো একথা কেনও বললেন উপদেষ্টা ডা. আসিফ নজরুল।

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী,বিশেষ প্রতিনিধিঃ

প্রতিবাদ,

সিরাজগঞ্জের শাহজাদপুরে অন্তবর্তি কালীন সরকারের আইন ও সাংষ্কৃতি বিষয়ক মন্ত্রালয়ের উপদেষ্টা ডা. মোং আসিফ নজরুল,, রাষ্টীয় সফরে রোজ শুক্রবার ১১ই অক্টোবর রবীন্দ্র কাছারি বাড়ীতে পরিদর্শনে আসেন। সেখানে তিনি এস্থানিয় সংবাদ কর্মি দের কে,
তার সাথে রবীন্দ্র কাছারি বাড়িতে প্রবেশের সময় তিনি জাতির বিবেক, রাষ্ঠের চতুর্থম স্তম্ভ, সর্মানিত সংবাদ কর্মীদের দেখে বলেন এখানে কোন সাংবাদিক থাকলে আমি থাকবো না, চলে যাবো এ কথা বলেন।
এবং গণমাধ্যম কর্মীদের কাজ ছবি এবং ভিডিও করা, সে সম্মানিত কাজ করতে ও তিনি বাঁধা প্রদান করাণ।

বাংলাদেশ অন্তবর্তি কালিন সরকারের সচিবলায়ের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, উপদেষ্টা ডা. আসিফ নজরুল (১১ অক্টোবর) রোজ শুক্রবার, সিরাজগঞ্জের বেশ কয়েকটি স্থানে রাষ্টীয় সফরে আসবেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।
এ সময়ে তিনি শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ীতে আসেন, এলেও স্থানীয় কোন গণমাধ্যমকর্মীর সাথে সফরের বিষয়ে কোন বক্তব্য প্রদান করতে ছবি তুলতে ভিডিও করতে, তার আসার কারণ জানাতে নারাজ হন বলে অভিযোগ উঠে এসেছে।
এবং সে স্থানীয় প্রশাসন দিয়ে সাংবাদিক দের কাজে বাধার সৃষ্টি করেন, এবং এরপর সেখানে তিনি প্রায় ঘন্টাখানিক পরিদর্শন করে আইন শৃঙ্খলা বাহীনির গাড়ীসহ সিরাজগঞ্জের উদ্যেশ্যে রওনা দেন।

এবিষয়ে রবিন্দ্র কাছারির বাড়ীর কাস্টোডিয়ান হাবিবুর রহমানের সাথে কথা বলেন এ স্থানীয় সাংবাদিক বিন্দু, তিনি বলেন, অন্তবর্তী সরকারের সাংষ্কৃতি বিষয়ক মন্ত্রালয়ের উপদেষ্টা ডা. আসিফ নজরুল এর এটা রাষ্টীয় সফর ছিল এবং তা আমাকে গতকাল রাতে উপজেলা প্রশাসন থেকে অবগত করা হয়েছিলো। এ ব্যপারে এর থেকে বেশিকিছু জানি না। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে গণমাধ্যমকর্মীদের কাছারি বাড়ীর প্রঙ্গন থেকে বের করে দেয় যৌথবাহিনী।
এ বিষয়ে আমি অবজ্ঞ নয়,
এসময় স্থানীয় গণমাধ্যম,কর্মীরা জানান, আমরা ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে কাছাড়ি বাড়ি প্রবেশ করলে আমাদেরকে এ রকম হেনস্তা করে আইন শৃঙ্খলা বাহীনি। কাছাড়ি বাড়ি প্রাঙ্গন থেকে বের করে দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে ক্ষোপ ও লজ্জা সৃষ্টি হয়েছে।

তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কামরুজ্জামান সফরের বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি , জানাননি তাঁর পরিদর্শনের সঠিক কারণ? তার এ সফরের প্রকৃত উদ্দেশ্য জানতে চায় সুশীল সমাজের জনগণ ও সাংবাদিক মহল।
সে সাথে সেখানে কর্মরত প্রজাতন্ত্রের দায়িত্ব রত সকল আইন শৃংখলা বাহিনীর এমন অসামাজিক আচার-আচরণের সুষ্ঠ তদন্ত ও প্রতিবেদন জানতে চায় জাতির পক্ষে জাতির বিবেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page