বৃষ্টির অজুহাতে চড়া সবজির বাজার,বিপাকে সাধারণ ক্রেতারা
মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
নরসিংদীর মনোহরদীতে বৃষ্টির অজুহাতে চড়া সবজির বাজার,বিপাকে সাধারণ ক্রেতারা।
শুক্রবার (১১ অক্টোবর)রাতে উপজেলার বেশকয়েকটি বাজার পরিদর্শনকালে সাধারণ ক্রেতারা জানান,আমরা গ্রামের নিম্ন আয়ের মানুষ,প্রতিনিয়ত বাজারে গেলেই আমাদের হাহাকার বেড়ে যায়।
আজ এক অজুহাত তো কাল আরেক অজুহাতে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি আমাদের জীবনকে দূর্বিষহ করে তুলছে।
তবে গ্রামের বাসিন্দা হওয়ার হলে সবজির বাজার কিছুটা হাতের নাগালে থাকলেও বৃষ্টির অজুহাতে তা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাওয়ায় সবজি কিনতেও আমাদের হিমশিম খেতে হচ্ছে।
ব্যবসায়ীদের কাছে সবজির দামবৃদ্ধির বিষয়ে জানতে চাইলে,তারা জানান অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হওয়ায় অধিকাংশ সিজনাল সবজিগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে এ সংকট দেখা দিয়েছে।
সবজি উৎপাদনকারী কয়েকজন কৃষকের সাথে এ ব্যাপারে কথা বললে তারা জানান,বৃষ্টির কারণে আমাদের উৎপাদিত
ফসল নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় আমরা ক্ষতি থেকে নিজেদের বাঁচাতে সবজিগুলো কমদামে বিক্রি করে দিচ্ছি।অথচ বাজারে গেলেই শুনা যায় ক্রেতাদের হাহাকার। বিষয়টি খুবই হতাশাজনক মনে হচ্ছে। এটা সবজি আড়ৎদারদের তৈরী করা কৃত্রিম সংকট।
এমতাবস্থায় বিষয়টি নজরে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকের প্রধান উপদেষ্টা,বাণিজ্য উপদেষ্টা ও স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন সাধারণ ক্রেতারা।