অসাংবিধানিক সরকার কর্তৃক রাষ্ট্রীয় আচার থেকে জাতীয় মুক্তির লড়াইয়ের ইতিহাস ও চেতনা মুছে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ফ্রান্স আওয়ামী লীগের
স ম জিয়াউর রহমান :
গতকাল ১৬ অক্টোবর ঐতিহাসিক ৭’ই মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস সহ মোট আঁট জাতীয় দিবস বাতিলের পরিপত্র জারিকে সম্পূর্ণ ভাবে বাংলাদেশ স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করার পরিকল্পনা এবং ষড়যন্ত্র হিসেবে দেখছে ফ্রান্স আওয়ামী লীগ।
ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত ৭ই মার্চের ঐতিহাসিক জাগরণের ভাষণ দিবস, ১৭ই মার্চের বঙ্গবন্ধুর জন্মদিন এবং শিশু দিবস ও ১৫ই আগস্টের মতো শোক পালনের দিবস বাতিল করে পরিপত্র জারি করা, বাংলাদেশের আপামর জনসাধারণের সাথে তামাশা ছাড়া কিছুই নয়।
ফ্রান্স আওয়ামী লীগের উক্ত বিবৃতির মাধ্যমে স্পষ্ট ভাবে জানানো যাচ্ছে যে, বাংলা ও বাঙালির সবচেয়ে বড় অর্জন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা, যার নেতৃত্ব দিয়েছেন ইতিহাসের সন্তান জাতির পিতা শেখ মুজিবুর রহমান। জাতির পিতার বিশ্বস্ত সহকর্মীবৃন্দ, দেশের মুক্তিকামী জনতা ও তার পরিবারের অবদান অমোছনীয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সরকারের প্রতিহিংসামূলক আচরণের শিকার হচ্ছে মুক্তির লড়াইয়ের সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রতীকী স্থাপনাসমূহ। এসবের ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ইতিহাসের সাথে সম্পর্কিত জাতীয় দিবসসমূহ রাষ্ট্রাচার থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। ফ্রান্স আওয়ামী লীগ এমন প্রতিহিংসামূলক, দেশের অস্তিত্ব বিরোধী ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।