ভেড়ামারায় সাবেক উপজেলা চেয়ারম্যানের খামারে ডাকাতি
মোহন আলী স্টাফ রিপোর্টার।
কুষ্টিয়ার ভেড়ামারায় সাবেক উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠুর গরুর খামারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১৬ই অক্টোবর বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সঙ্গবদ্ধ একটি ডাকাত দল তার খামার থেকে সাতটি গরু নিয়ে যায় বলে অভিযোগ করেছেন আখতারুজ্জামান মিঠুর ছেলে সাজিনুজ্জামান সন্ধি।ভেড়ামারা থানা ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।খামারটি উপজেলার মোকারমপুর ইউনিয়নের বাঁকাপুল নামক জায়গায় অবস্থিত। খামারে নিযুক্ত কর্মচারী মোস্তফা বলেন,বুধবার দিবাগত রাত ৩টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল গরুর খামারে এসে তার কালো কাপড় দিয়ে চোখ ও দড়ি দিয়ে হাত,পা বেঁধে ফেলে।
প্রায় ১ ঘণ্টা সময় নিয়ে খামার থেকে ৮টি গরু গাড়িতে করে নিয়ে যায়। এর মধ্যে ১টি আইড়ি ও ৭টি গাভী গরু ছিল। খামারের মালিক আখতারুজ্জামান মিঠুর ছেলে সাজিনুজ্জামান সন্ধি বলেন,একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল আমাদের খামার থেকে ৮টি গরু নিয়ে গেছে।এ নিয়ে থানায় একটি অভিযোগ করেছি,তবে কাউকে সন্দেহ করছি না। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।