মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আনোয়ারায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে ‘প্রহসন ও দেশবিরোধী ষড়যন্ত্র’ বললেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনান এসডিজি ইয়ুথ ফোরামের ক্যাম্পেইন উদ্বোধনে ফারুক-ই আজম বীর প্রতীক কুষ্টিয়ার ভেড়ামারায় বেগম জিয়ার কারা মুক্তি দিবস ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা নবগঠিত সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটির বিজয় মিছিল ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থাগিত ॥ ক্ষুভে ফুঁসছে নেতাকর্মীরা॥ প্রতিবাদ সমাবেশ রাজাকারদের পাহারাদার দখলদার ইউনূস সরকারের প্রহসনের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে বাংলাদেশের ছাত্রসমাজ ৫ই আগষ্ট নোয়াখালী,চাটখিল থানা লুটের অস্ত্রে দিয়ে নিজেই নিজের গুলিতে আহত হয়ে মৃতুর ৯ মাস পর আদালতে অভিযোগ =!! ঝিনাইদহ কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাউজানে পূর্বআবুরখীল শান্তিময় বিহারে প্রবারণা পুর্নিমা উদযাপিত

রাউজানে পূর্বআবুরখীল শান্তিময় বিহারে প্রবারণা পুর্নিমা উদযাপিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
গত ১৬ অক্টোবর বুধবার রাজধানী ঢাকাসহ সারা দেশের ন্যায় চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে বুধবার ১৬ অক্টোবর যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করা হয়েছে।
ভোরবেলা বিহারে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং পবিত্র ত্রিপিটক থেকে পবিত্র শ্লোক উচ্চারণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয় ।অনুষ্ঠানের মধ্যে সকালবেলা ছিল বুদ্ধ পুজা,সীবলী পুজা,পঞ্চশীল গ্রহন,অষ্টশীল গ্রহন,সমবেত প্রার্থনা। এরপর বিকেল বেলা প্রবারনার তাৎপর্য নিয়ে একক ধর্মদেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । শান্তিময় বিহার অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের’র সভাপতিত্বে এবং সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক রুপতি রঞ্জন বড়ুয়া,কার্যকরী সভাপতি অবসরপ্রাপ্ত খাদ্য পরিদর্শক আনন্দ প্রসাদ বড়ুয়া,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন বড়ুয়া,সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া,প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি অপু বড়ুয়া । এসময় আরো উপস্থিত ছিলেন প্রবীন সমাজ সেবক দুলাল কান্তি বড়ুয়া,সলিল বিকাশ বড়ুয়া, মিহির কান্তি বড়ুয়া,বিহার পরিচালনা কমিটির অর্থ-সম্পাদক কমল বড়ুয়া, কুনাল বড়ুয়া, সংগঠক রাজু বড়ুয়া,বিরু বড়ুয়া,হিরু বড়ুয়া মুন্না,পুলিশ কর্মকর্তা দিন মনি বড়ুয়া,নিরু বড়ুয়া,সেনা সদস্য রাজিব বড়ুয়া,সেনা সদস্য রুবেল বড়ুয়া,পুলিশ সদস্য অনিক বড়ুয়া,প্রকৌশলী অনিক বড়ুয়া,সাংস্কৃতিক সম্পাদক রুপস বড়ুয়া,তরুন সমাজ কর্মী রিমন বড়ুয়া,জিকন বড়ুয়া, রিমেল বড়ুয়া,শৈশব বড়ুয়া সাগর বড়ুয়া,রকি বড়ুয়া, হিমেল বড়ুয়া প্রমুখ । সবশেষে বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও সন্ধ্যায় প্রায় একশত ফানুষ উত্তোলন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page