মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আনোয়ারায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে ‘প্রহসন ও দেশবিরোধী ষড়যন্ত্র’ বললেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনান এসডিজি ইয়ুথ ফোরামের ক্যাম্পেইন উদ্বোধনে ফারুক-ই আজম বীর প্রতীক কুষ্টিয়ার ভেড়ামারায় বেগম জিয়ার কারা মুক্তি দিবস ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা নবগঠিত সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটির বিজয় মিছিল ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থাগিত ॥ ক্ষুভে ফুঁসছে নেতাকর্মীরা॥ প্রতিবাদ সমাবেশ রাজাকারদের পাহারাদার দখলদার ইউনূস সরকারের প্রহসনের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে বাংলাদেশের ছাত্রসমাজ ৫ই আগষ্ট নোয়াখালী,চাটখিল থানা লুটের অস্ত্রে দিয়ে নিজেই নিজের গুলিতে আহত হয়ে মৃতুর ৯ মাস পর আদালতে অভিযোগ =!! ঝিনাইদহ কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুজানগরে ছেলের সঙ্গে এইচএসসি পাশ করলেন বাবা-মা

সুজানগরে ছেলের সঙ্গে এইচএসসি পাশ করলেন বাবা-মা
এম.এ আলিম রিপন: সুজানগর,পাবনা। ছেলের সঙ্গে এইচএসসি পাশ করলেন বাবা-মাছেলের সঙ্গে এইচএসসি পাশ করলেন বাবা-মা। সুজানগরে মা,বাবাও ছেলে একই সঙ্গে এবারে এইচএসসি পাস করেছেন। বাবা বি এম ফারুক হোসেন জিপিএ-৪.৭১, মা মোছা.জাকিয়া সুলতানা জিপিএ-৪.২৫ এবং ছেলে বিএম হুজ্জাতুল ইসলাম ফাহিম জিপিএ-৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসির ফল প্রকাশের পর এমন সাফল্যে পরিবার-পরিজনসহ এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন বাবা-মা ও ছেলে।কারিগরিশিক্ষা বোর্ডের অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের বিএম শাখা থেকে বাবা ও মা এবং ছেলে উইলস্লিটলফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ (ইংলিশভার্ষন) থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার ফলাফলে দেখাযায়,বাবাবি এম ফারুক হোসেন ৪.৭১,মা মোছা.
জাকিয়া সুলতানা ৪.২৫ এবং ছেলে ৪.১৭ পেয়েউত্তীর্ণ হন। সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু জানান, বিএম ফারুক ও তার স্ত্রী জাকিয়া তার প্রতিষ্ঠান থেকে ২০২৪ সালের এইচ এসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে উর্ত্তীর্ণ হয়েছেন। এবং ছেলেসহ একই সঙ্গে বাবা-মা পাশ করার এই সাফল্য সমাজের অনেককে অনুপ্রাণিত করবে। বাবা-মারসঙ্গে এইচএসএসসি (সমমান)
পরীক্ষায় পাশ করে উচ্ছ্বসিত ছেলে বিএম হুজ্জাতুল ইসলামফাহিম। সে জানায়, একই বছর আমার সঙ্গে আমার বাবা ও মা এইচ এসসি পাশ করায় সত্যিই আমি অনেক খুশি। মা জাকিয়া সুলতানা বলেন, আমার খুব ইচ্ছা ছিল এইচ এসএসসি পাশ করার। কিন্ত মা-বাবার সংসারে সেই ইচ্ছা পূরণ হয়নি। পরে আমি আমার স্বামী ও ছেলের পরামর্শে এইচএসসিপরীক্ষা দেওয়ার জন্য আমি এবং আমার স্বামী সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের বিএম শাখায় ভর্তি হই । এবংএইচএসসি (সমমান) পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছি,তাই আমি আন্দদিত। বাবা বিএম ফারুক হোসেন বলেন, অল্প বয়সে ২০০২ সালে আমার বিয়ে হয়। এর পর সংসারের হাল ধরার কারনে ব্যবসা করায় তখন আর লেখা পড়া হয়ে উঠেনি। আমার ২ ছেলে ও এক মেয়ে । স্ত্রী ও আমি একই সঙ্গে কলেজে ভর্তি হই। এবং এক সঙ্গে স্ত্রী ও বড় ছেলের সঙ্গে একই বছর পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করে আমি অনেক খুশি। তিনি আরো বলেন, সমাজে চলতে অনেক সময় শিক্ষাগত যোগ্যতারজন্য বিড়ম্বনায় পড়তে হতো। সত্যি কথা বলতে লেখাপড়ার কোনোবিকল্প নেই। পাশ করার ফলে আমাদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।আমি এবংআমার স্ত্রী উচ্চতর ডিগ্রি অর্জন করতে পড়া লেখা চালিয়ে যাব ইনশআল্লাহ।
এ বিষয়ে সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শুকুর বলেন, শিক্ষার ক্ষেত্রে বয়স কোন বাধা নয়। এমন কি বিয়ে-সংসার কিংবা সন্তান লেখা পড়ায় অন্তরায় হতেপারেনা। এমনটাই করে দেখালেন ফারুক-জাকিয়া দম্পতি। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বুধবার বলেন, একই সঙ্গে বাবা-মা ও ছেলে এইচ এসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আমাদের সামনে তারা একটি দৃষ্টান্ত স্থাপনকরেছেন। তাদের এমন কৃতিত্বকে সবার সম্মান করা উচিত। এবং তাদের দেখে অন্যরাও উচ্চ শিক্ষায় অগ্রসর হবেন বলে প্রত্যাশা করি। উল্লেখ্য,পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামের মৃত জানু বিশ্বাসের ছেলে বিএম ফারুক হোসেন ২০০২ সালে ১০ শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় বিয়ে করেন উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট গ্রামের ময়েন উদ্দিন মোল্লার কন্যা মোছা.জাকিয়াসুলতানাকে । ২০০৩ সালেতাদের দুই জনেরই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও সন্তান গর্ভে আসায় এবং সাংসারিক চাপে শেষ পর্যন্ত আর পরীক্ষা দেওয়া সম্ভব হয়ে উঠেনি তাদের। পরে ২০২২ সালে খয়রানলুকমান হাকিম টেকনিক্যাল স্কুল থেকেএসএসসিপাশকরেন এই দম্পতি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page