মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আনোয়ারায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে ‘প্রহসন ও দেশবিরোধী ষড়যন্ত্র’ বললেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনান এসডিজি ইয়ুথ ফোরামের ক্যাম্পেইন উদ্বোধনে ফারুক-ই আজম বীর প্রতীক কুষ্টিয়ার ভেড়ামারায় বেগম জিয়ার কারা মুক্তি দিবস ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা নবগঠিত সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটির বিজয় মিছিল ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থাগিত ॥ ক্ষুভে ফুঁসছে নেতাকর্মীরা॥ প্রতিবাদ সমাবেশ রাজাকারদের পাহারাদার দখলদার ইউনূস সরকারের প্রহসনের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে বাংলাদেশের ছাত্রসমাজ ৫ই আগষ্ট নোয়াখালী,চাটখিল থানা লুটের অস্ত্রে দিয়ে নিজেই নিজের গুলিতে আহত হয়ে মৃতুর ৯ মাস পর আদালতে অভিযোগ =!! ঝিনাইদহ কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা দূরিকরণে সিভিল সার্জন বরাবর স্মারক লিপি প্রদান

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা দূরিকরণে সিভিল সার্জন বরাবর স্মারক লিপি প্রদান

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

বুধবার(১৬ অক্টোবর)নরসিংদী জেলার মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা দূরিকরণে ব্যবস্থা নিতে সিভিল সার্জন বরাবর স্মারক লিপি প্রদান করেছেন মনোহরদী উপজেলা সচেতন নাগরিক সমাজ।

উক্ত স্মারকলিপিতে মনোহরদী উপজেলা সচেতন নাগরিক সমাজ বেশ কিছু দাবী তুলে ধরেন।

দাবীগুলো হলো,
১/উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য অফিসার ডাঃরাশেদুল হাসান এর অপসারণ ও নতুন স্বাস্থ্য অফিসার নিয়োগ।

২/উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক রতন মিয়াকে অপসারণ ও নতুন হিসাব রক্ষক নিয়োগ।

৩/অন্তঃ বিভাগে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা ও হাসপাতাল কর্তৃক সরবরাহকৃত খাবারের মান নিশ্চিত করন।

৪/জরুরি বিভাগে সর্বক্ষণিক ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করণ।

৫/জরুরি বিভাগে আগত ও অন্তঃবিভাগে ভর্তি রোগীদের নিকট থেকে নিয়ম বহির্ভূত অর্থ গ্রহণ বন্ধ করণ।

৬/বহিঃবিভাগে সেবা নিশ্চিত করণে যথা সময়ে বহিঃবিভাগ খোলা ও ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করণ।

৭/বহিঃবিভাগে আগত রোগীদের বসার স্থান নিশ্চিত করণ ও বহিঃবিভাগে চুরি বন্ধ করণ।

৮/প্যাথলজি,রেডিওলজি সহ অন্যান্য রোগ শনাক্ত করণ শাখার কার্যক্রম নিশ্চিত করণ।

৯/ঔষধ কোম্পানির প্রতিনিধিদের বিড়ম্বনা বন্ধ করণ।

১০/দালালদের দৌরাত্ম বন্ধ করণ।

১১/এ্যাম্বোলেন্স সার্ভিস নির্বিঘ্ন করার ব্যবস্থা গ্রহণ।

১২/এ্যাম্বোলেন্সগুলোকে মেডিকেল এর বাহিরে অবস্থান করানোর ব্যবস্থা গ্রহণ।

১৩/দন্ত বিভাগে একজন বি ডি এস নিয়োগ করণ।

১৪/মেডিসিন স্টোরে দক্ষ ফার্মাসিস্ট নিয়োগ করণ।

১৫/চারদিকের পরিস্কার পরিচ্ছন্ন এবং নান্দনিক পরিবেশ তৈরী করণ।

১৬/নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ইত্যাদী।

এ বিষয়ে মনোহরদী উপজেলা সচেতন নাগরিক সমাজের একজন সদস্য জানান,আমরা বেশ কিছু দিন যাবৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ করছি,যাতে করে রোগী ও রোগীর স্বজনরা ভোগান্তির শিকার হচ্ছে। ইতিমধ্যে বিষয়টি উপজেলা স্বাস্থ্য অফিসারকে অবহিত করলেও সঠিক কোন সুরাহা না পাওয়ায় আমরা সিভিল সার্জন বরাবর স্মারক লিপি প্রদান করেছি।

এ ব্যাপারে জানতে উপজেলা স্বাস্থ্য অফিসারের মুঠোফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যাওয়ায় উনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page