কেন্দুয়ায় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্টিত
মহিউদ্দিন সরকারঃকেন্দুয়া প্রতিনিধিঃ (নেত্রকোনা)
নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে মডেল রিসোর্স সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আরিফ মাহমুদের সভাপতিত্বে ও মডেল কেয়ারটেকার আব্দুস সালামের সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ভরাপাড়া ফাজিল মাদরাসার সুপার আবু সাদেক, ইসলামি ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার আব্দুল কাইয়ুম, ইমরান খান, সাংবাদিক আবুল কাশেম আকন্দ প্রমুখ। এর আগে সকালে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সহজ কোরান শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও শিক্ষিকাদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।