মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
আনোয়ারায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে ‘প্রহসন ও দেশবিরোধী ষড়যন্ত্র’ বললেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনান এসডিজি ইয়ুথ ফোরামের ক্যাম্পেইন উদ্বোধনে ফারুক-ই আজম বীর প্রতীক কুষ্টিয়ার ভেড়ামারায় বেগম জিয়ার কারা মুক্তি দিবস ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা নবগঠিত সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটির বিজয় মিছিল ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থাগিত ॥ ক্ষুভে ফুঁসছে নেতাকর্মীরা॥ প্রতিবাদ সমাবেশ রাজাকারদের পাহারাদার দখলদার ইউনূস সরকারের প্রহসনের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে বাংলাদেশের ছাত্রসমাজ ৫ই আগষ্ট নোয়াখালী,চাটখিল থানা লুটের অস্ত্রে দিয়ে নিজেই নিজের গুলিতে আহত হয়ে মৃতুর ৯ মাস পর আদালতে অভিযোগ =!! ঝিনাইদহ কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আনোয়ারা ও কর্ণফুলী অসহায় আস্থা ফাউন্ডেশন মিলন মেলা অনুষ্ঠিত

আনোয়ারা ও কর্ণফুলী অসহায় আস্থা ফাউন্ডেশন মিলন মেলা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজা

আনোয়ারা উপজেলার অসহায় আস্থা ফাউন্ডেশনের সকল সদস্য বিন্দুদের নিয়ে মানবতা ও শিক্ষা, দারিদ্র মুক্ত,অরাজনৈতিক, অসহায়ের সহযোগিতার পাশে থেকে নতুন প্রজন্ম গড়ার এবং উৎসাহিত করার লক্ষে মানুষ মানুষের জন্যে পাশের থাকার প্রচেষ্টা মধ্যে সমৃদ্ধশীল দেশ গড়ার অঙ্গিকারে পথ চলার লক্ষ্য উদ্দেশ্য এ সংগঠনে।
১৮ই অক্টোবর বিকাল ৫ ঘটিকায় টানেল রেস্তোরাঁতে আয়োজিত মিলন মেলা অনুষ্ঠিত।
এ ফাউন্ডেশন সকলের যৌথ উদ্যোগে। প্রধান অতিথি :- জনাব মো: রাশেদ (প্রবাসী) সংগঠনের উপদেষ্টা,
বিশেষ অতিথি: তাহমিনা তামু (সিনিয়র সদস্য) ঢাকা বিভাগ,
ও নতুন সদস্যদের গ্রহনে তাসরিফ জাহান সাদ এর যৌথ সঞ্চালনায় সংগঠেনর সকলের সদস্য বিন্দুদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত করেন।প্রবাসী রাশেদ সহ ঢাকা থেকে আগত বিশেষ অতিথির তাহমিনা তামু, অসহায় আস্থা ফাউন্ডেশন সিনিয়র সদস্য বিবিসি নিউজ বিডির চট্টগ্রামের বিভাগীয় প্রধান সাংবাদিক আহমদ রেজা কে ফুলের সংবর্ধনা দিয়ে বরণে করেন সকল সদস্য বিন্দুরা। অসহায় আস্থা ফাউন্ডেশনের সদস্যদের আয়োজনের মধ্যে দিয়ে মিলন মেলা ও মতবিনিময় সভা আয়োজন করা হয়।তাদের মধ্যে নতুন সদস্যদের অংশ সিনিয়র সদস্য দের প্রত্যেকের নানা উদ্যোগ, সমনে এগিয়ে যাওয়া ও অসহায় বঞ্চিত মানুষের পাশে থেকে সহযোগিতা কি ভাবে করা যায়।বিষয় প্রধান অতিথির প্রবাসী মুহাম্মদ রাশেদ সল্প সময়ের গুরুত্বপূর্ণ বক্তব্য ভূমিকা রাখেন। বিশেষ অতিথি তাহমিনা তামু বক্তব্য সকলে অনুপ্রেরণা জাগিয়ে তুলতে। তিনি জানান এ সংগঠন মানবিক, অরানৈতিক,সামাজিক,ও শিক্ষানীয়, কবির ভাষায়
(“”সকলে তরে,সকলে মোরা প্রত্যেকে আমরা পরের তরে””)
তিনি আরো বলে আমি ঢাকা থেকে এসে শুধু আমার জন্য নয়।অসহায়দের পাশে থেকে সহযোগিতা করার লক্ষ্য। আমরা যদি সকল সদস্যবিন্দুরা মিলে এ সংগঠন কে মানবতার ফেরিওয়ালা হিসেবে সেচ্চায় কাজে লাগায়।নিজের গর্ভীত মনে করবো। কেউ না কে আল্লাহ তরোফ থেকে ওসিলা হয়ে আসে। আমরা যখন একটা উদ্যোগ নিবে।সঠিক বিবেচনার মধ্য হশে থাকে সহযোগীতা করতে আমার আপনাদের কোন সমস্য নায়।আমাদের নিজের উদ্যোগকে অন্য জনকে অনুপ্রেরিত করতে সক্ষম হবে।এর পাশা পাশে যে কোন স্থানে শৃংঙ্খলা বজায় রেখে সঠিক কি যেনে তার পর কাজ করতে যাবেন।বঞ্চিত মেধাবি শিক্ষার্থীদের পড়া শোনা শুরু করে বহি পুস্তক বিষয়ে সহযোগীতা করা।ভর্তির বিষয়ে বিদ্যালয়ে যাচাই করা।ইত্যাদি। কয়েক নতুন সদস্য বিন্দুরা এ উদ্যোগের অনুপ্রেরণা কে কাজে লাগিয়ে। আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা সহ সর্বস্তরে সব জায়গাতে কাজ করতে আগ্রহী প্রকাশে করেছে এ সংগঠনটির সদস্যরা।আর
এ আয়োজনের মুলত দুই জন উদ্যোগক্তা পর আরো সদস্য আংশ গ্রহনের আমন্ত্রণে
উপদেষ্টা তাসরিফ জাহান সাদ,
সিনিয়র সদস্য বাবলু,
সিনিয়র সদস্য রাশেদ,রাসেল,আমির খুসরু মানিক,রাশেদ,তারেক,মিজবাহ উদ্দিন, মন্জু,বখতিয়ার, রিপন,ফয়সাল, আফরোজা,আলবি,
শাহীন আহমদ, মো কাজী,সহ প্রমুখ উপস্থিতিতে মতবিনিময় ও মিলনমেলা সভা আয়োজন করা হয়।এর পাশাপাশি বিনোদন মূলক অনুষ্ঠান করেন এবং সিনিয়র সদস্য রাশেদের জন্মদিন উপলক্ষে প্রবাসী রাশেদ ও সকল সদস্য বিন্দুদের নিয়ে। জন্মদিনের কেক কাটার আয়োজনে করেন আনোয়ারা ও কর্ণফুলী অসহায় আস্থা ফাউন্ডেশন এর সকল সদস্য বিন্দু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page