কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা রিমান্ডে
মোঃআলী আশরাফ ইলিয়াস(নেত্রকোণা জেলা প্রতিনিধি)
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঞাকে দুই দিনের রিমান্ডে আনা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) কেন্দুয়া থানায় দ্রুত বিচার ও বিস্ফোরক আইনে তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়,বলে নিশ্চিত করেছে থানা সূত্র। এর আগে,গত ২৫ সেপ্টেম্বর কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ীর মোঃ জামাল উদ্দিন বাদী হয়ে ৯৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় (কেন্দুয়া-আটপাড়া) আসামির তালিকায় রয়েছেন সাবেক সাংসদ অসীম কুমার উকিল,তার স্ত্রী যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সাংসদ অপু উকিল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঁঞা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঁঞা,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কল্যাণী হাসান,এবং সাধারণ সম্পাদক সুলতানা পারভীন পপি সহ আরও অনেক নেতা-কর্মী। মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য,গত ৪ সেপ্টেম্বর ঢাকা র্যাব-১৪ এর একটি দল দ্রুত বিচার আইনে অন্য একটি মামলায় ঢাকায় অভিযান চালিয়ে আসাদুল হক ভূঞাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কেন্দুয়া উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর,এবং লুটপাটের অভিযোগে মামলা রয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,”হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় দ্রুত বিচার ও বিস্ফোরক আইনে তাকে গ্রেফতার করা হয়েছে এবং দু’দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” এই মামলার পরিপ্রেক্ষিতে কেন্দুয়া ও আটপাড়া এলাকার রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সকল পক্ষকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।