নরসিংদীতে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তি করায় গ্রেফতার-০১
মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
নরসিংদীতে ফেইসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৪) নামে এক নাস্তিককে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। রবিবার(২০ অক্টোবর)সকালে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৪)। সে মাগুরা জেলার শ্রীপুর থানার হোগলা ভাঙ্গা এলাকার রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে নরসিংদীর ভাগদী এসি মসজিদ সংলগ্ন মৃত সাহাব উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। নরসিংদীর সদর মডেল থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, গত ৯ অক্টোবর রফিকুল ইসলাম নামে এক নাস্তিক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটুক্তিমূলক উক্তি প্রকাশ করলে তা ধর্মপ্রাণ মুসুল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং তীব্র নিন্দা ও শাস্তির দাবী করেন। এ ঘটনায় সদর উপজেলার মাধবদীর টাটা পাড়া এলাকার মাকসুদুর রহমান (সজীব) নামে একব্যক্তি বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন। পরে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এর নির্দেশনায় কটুক্তিকারী রফিকুলকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার বেলা ২টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশী পাহারায় আদালতে প্রেরণ করে।