নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের একটি অসহায় শিশু সঠিক চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে,মানবিক সহায়তার আবেদন।
রিপোর্টর: এমরান হোসেন সোহাগ।
নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া,প্রসাদপুর গ্রামের মোঃ হান্নানের এগারো বছরের ছেলে মাহামুদুল হাসান এর ব্রেন ইনফেকশন হয় যার জন্য নাক-মুখ দিয়ে রক্তক্ষরন এবং আর্সেনিক ও চর্ম রোগ জনিত কারনে পা সহ শরীলের বিভিন্ন অঙ্গে পচনধরে,এলাকাবাসীর সামান্য সহায়তায় ঢাকা শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানায় ব্রেন ইনফেকশনের জন্য রক্ত ক্ষরন হচ্ছে যার জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন। তার বাবা ওমান প্রবাসী মোঃ হান্নান প্রবাসে বৈধতা জনিত কারনে গত ছয়/সাত মাস যাবত কোনো প্রকার কাজ করতে পারছে না,যার জন্য তার পরিবারে বউ এবং এক ছেলে এক মেয়ে নিয়ে সংসার চলাতে হিমসিম খেতে হচ্ছে,
এমতাবস্থায় তার এই অসুস্থ সন্তানের ব্যায়বহুল চিকিৎসা চলাতে অসক্ষম হয়ে পড়ে,নিরুপায় হয়ে তার স্ত্রী,অসুস্থ ছেলের জীবন বাঁচাতে সকলের নিকট মানবিক সহায়তার আবেদন করেন,সকল মানবিক সংগঠনের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে উক্ত অসহায় ছেলেটির পাশে দাঁড়ানোর জন্য,হয়তো আপনাদের সামান্য সহায়তায় বেঁচে যাবে একটি নিষ্পাপ প্রান। সরাসরি এসে দেখতে পারেন যোগাযোগঃ নোয়াখালী চাটখিল উপজেলা সাহাপুর ইউনিয়নের সোমপাড়া নাজির আহম্মেদ মুন্সি বাড়ি।
সরাসরি কথা বলতে যোগাযোগ করুন : 01813291819
বিকাশ (পার্সোনাল) :01813291819