ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ
স ম জিয়াউর রহমান : দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ। এক যুক্ত বিবৃতিতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম.নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেছেন, অপশক্তির অবৈধ সরকার ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ২৩ অক্টোবর ২০২৪ প্রজ্ঞাপন জারি করেছে। তাবেদার ইউনূসগংদের এই অপচেষ্টার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তারা বলেন,ব্রিটিশ পরাধীনতার কবল থেকে মুক্ত হয়ে পাকিস্তানি পরাধীনতায় প্রবেশের এক বছরের মাথায় সময়ের প্রয়োজনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। ৫২-এর ভাষা আন্দোলন,৫৪-এর সাধারণ নির্বাচন,৫৮-এর আইয়ুব বিরোধী আন্দোলন,৬২-এর শিক্ষা আন্দোলন,৬৬-এর ৬ দফা আন্দোলন,৬৯-এর গণঅভ্যুত্থান,৭০-এর নির্বাচন এবং ৭১-এর মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অভূতপূর্ব ভূমিকা পালন,৭৫ পরবর্তী সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের উত্তোরণসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অসামান্য অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। ইতিহাসের সাধারণ পাঠক মাত্রই জানেন,বাংলা ও বাঙালির যা কিছু সোনালি অর্জন তার সবকিছুরই গর্বিত অংশীদার বাংলাদেশ ছাত্রলীগ। তারা আরো বলেন,ছাত্রলীগ সবসময় সৃষ্টি করে গেছে। যে শক্তি সৃষ্টি করে,সে শক্তি অবিনশ্বর। ছাত্রলীগ অবিনশ্বর।