রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে পাবনায় মশাল মিছিল।
মোঃ আমিরুল ইসলাম ফরিদপুর উপজেলা। প্রতিনিধি:–
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে আজ সন্ধারাতে পাবনায় মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সন্ধা সাড়ে ৬টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে পুনরায় এডওয়ার্ড কলেজে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলকারিরা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে নানা শ্লোগান দেয়। তাদের শ্লোগানের মধ্যে একটি শ্লোগান ছিলো “দড়ি ধরে মারো টান,চুপ্পু হবে খান খান।