কেন্দুয়ায় উদীচীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে চলছে রিহার্সাল
জেলাপ্রতিনিধিঃনেত্রকোনা
নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দুয়া সংসদে ২৫ অক্টোবর শুক্রবার বিকাল থেকে চলছে রিহার্সাল। উদীচীর ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ২৯ অক্টোবর /২৪ মঙ্গলবার বিকাল ৩ টায় উদযাপন কর্মসূচি পালন করা হবে।
এই প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে উদীচী কেন্দুয়া সংসদ রিহার্সাল শুরু করেছে। এই রিহার্সাল ২৮ অক্টোবর পর্ষন্ত চলবে।
রিহার্সালে অংশ গ্রহণ করেন উদীচীর শিল্পী ফাতেমা আক্তার, মাহফুজা মান্না মনি, লুৎফুন্নাহার লুৎফা,হৃদয়হাসান,শামীম আহম্মেদ, সবুজ বয়াতি সহ অন্যান্য শিল্পীরা।
এসময় উদীচী কেন্দুয়া সংসদের সভাপতি সাংবাদিক নাট্যজন রাখাল বিশ্বাস, সাধারন সম্পাদক সাংবাদিক নাট্যশিল্পী মহিউদ্দিন সরকার প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে উদযাপনের জন্য সবার প্রতি উদারত আহবান জানান।