চারিয়া শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম পরিচালনা কমিটি গঠন
স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্ট।।
গত ২৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ তারিক চারিয়া শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম প্রাঙ্গণে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম পরিচালনা পরিষদ পরিষদ গঠনকল্পে এক সভা সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যক্ষ শ্রী মিলন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সভ্যগণের আলোচনার মাধ্যমে আগামী ২ বছরের জন্য শ্রী তেজেন্দ্র লাল দেবনাথ মন্টুকে সভাপতি, শ্রী কৃষ্ণপদ চৌধুরীকে নির্বাহী সভাপতি ও শ্রী ননীগোপাল আচার্য্যকে সাধারণ সম্পাদক করে ১০৫ সদস্য বিশিষ্ট (২০২৪-২০২৬)কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
এতে বক্তব্য রাখেন নবগঠিত পরিষদের সহ-সভাপতি কাজল দেবনাথ, সাংবাদিক উজ্জ্বল নাথ, ডাঃ রনজিত নাথ শংকর, বিজয় শীল, যুগ্ম-সাধারণ শিমুল নাথ, সহ-সম্পাদক বিভুতি নাথ, সমরজিত দত্ত, প্রিয়াশীষ চক্রবর্তী, সুজন নাথ, সহ-অর্থ সম্পাদক ছোটন নাথ, সাংগঠনিক সম্পাদক ডাঃ সজিত নাথ, সহ-সাংগঠনিক সম্পাদক ছোটন নাথ, ধর্ম বিষয়ক সম্পাদক কাঞ্চন আচার্য্য, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অপু চক্রবর্তী, সহ-সমাজকল্যান সম্পাদক তপন নাথ, নিতাই নাথ, প্রচার সম্পাদক শিমুল নাথ শিপুল, সুমন নাথ, তথ্য ও প্রকাশনা সম্পাদক অঞ্জয় নাথ, দপ্তর সম্পাদক সৌরভ দেবনাথ মিঠু, সাজু নাথ, মিশু নাথ, রিপন নাথ, নান্টু আচার্য্য, বলরাম নাথ, বিজয় আচার্য্য, সমীর নাথ, বিশ্বজিৎ নাথ, শ্যামল নাথ, সত্যব্রত চক্রবর্তী, মানিক আচার্য্য, টিংকু চক্রবর্তী, চন্দন নাথ, রুবেল নাথ, সঞ্জয় চক্রবর্তী, সাগর শীল, দূর্জয় চক্রবর্তী, অর্পণ নাথ প্রমুখ।