নোয়াখালীর চাটখিলে (কানা) সোলেমান ও তার পরিবারকে এলাকা থেকে অপসারণের দাবীতে মানববন্ধন।
রিপোর্টর:এমরান হোসেন সোহাগ চাটখিল উপজেলা প্রতিনিধিঃ নোয়াখালী।। নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের ৩ নং মমিনপুরে চুরি,ডাকাতি, মাদক ও দেহ ব্যাবসায়ী (কানা) সোলেমান ও তার পরিবারকে এলাকা থেকে অপসারণের দাবীতে চাটখিল উপজেলা পরিষদ,চাটখিল থানায় ও এলাকায় মানববন্ধন করে এলাকাবাসী। এসময় উপস্থিত ছিলেন এলাকার আবদুর রব,হোসেন আহম্মদ,আলি আকব,মোঃ হেল্লাল,আব্দুল কাদের,শাহাব উদ্দীন বাবু,মাসুদ,আলমির,কালু মেয়া, সহ এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গ। এলাকাবাসী জানায় এই (কানা) সোলেমান ও তার পরিবারের জন্য এলাকাবাসী শান্তিতে জীবনযাপন করতে অসক্ষম হয়ে পড়েছে,বিগত দিনে পাশ্ববর্তী এলাকা পোদ্দার বাজারে চুরির দায়ে তার একটি চোখ উখড়ে ফেলে ও তার এলাকায় চুরি ও দেহ ব্যাবসার দায়ে হাতের ও পায়ের রগ কেটে দেয়, বর্তমানেও এলাকা সোলেমান তার পরিবারের সদস্যদের দিয়ে দেহ ব্যাবসা ও চুরি ডাকাতি করে যাচ্ছে,এতে করে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে মানববন্ধন করে, এবং দ্রুত (কানা) সোলেমানের পরিবার সহ এলাকা থেকে অপসারণের দাবি জানান। এলাকাবাসী চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ পত্র জমা দিলে দ্রুত আসামীকে আইনের আওতায় আনা হবে বলে জানায়, পরবর্তীতে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।