বটতলী রুস্তম হাট যানযটের নাই কোন সুরাহা
রিপোর্টাঃ-আহাম্মেদ রেজা,চট্টগ্রাম জেলা প্রতিনিধি
আনোয়ার উপজেলার অর্ন্তগত বটতলী রুস্তম হাট বাজারের জামাল মার্কেট সংলগ্ন যানযাট বিষয়ের প্রশাসনকে তওয়াক্কা না করে চলছে মন গড় বাজার ব্যাবস্থা ও অনিয়মের অভিযোগের ঘটনা ঘটেছে। এ বিষয় কোন সিদ্ধান্ত নাই বাজার কমিটির সভাপতি আবু কালাম সাওদাগরের। যদি ও সঠিক গাড়ির পার্কিং ও দ্রব্য মূল্য চার্ট না লাগিয়ে করছে বেচা বিক্রী। তা নিয়ে হতাশে কাটছে সাধারন ক্রেতার।এর পাশা পাশি বাজার বার সময়ে পথচারী ও জন সাধারনের নানা ভোগান্তি ঘটনা ঘটছে বলে জানান ভুক্ত-ভোগীরা। প্রশাসনিক সু-দৃষ্টি আকর্ষণ কমনা করছে ভুক্তভোগীরা।মন গড়া বাজার জাত,পার্কিংয়ের অনিময়। দোকানির এক দোকানের সামনে জামাল মার্কেট নামক সংলগ্নে টোল দিয়ে গরছে প্রভাব।