কেন্দুয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীরের জন্মদিন পালন”
নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ-নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ আলমগীরের জন্মদিন করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও একঝাঁক তরুণ। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দুয়া পৌরশহরের চিরাং মোড়ে সৈয়দ আলমগীরের নিজ বাসভবনে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
এসময় একঝাঁক তরুণ প্রজন্মের সাথে সেখানে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ মানুষের মজনু রহমান খন্দকার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান রিপন,যুগ্ম আহবায়ক এমদাদুল হক,পৌর ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলমসহ দলীয় নেতাকর্মীরা। আয়োজন শেষে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা সৈয়দ আলমগীরের নেক হায়াত কামনা করে দোয়া করেন সবাই।