ভেড়ামারায় রুমেন বিশ্বাসের নামে জাহাঙ্গীর সর্দারের উপর হামলার মিথ্যা অভিযোগ,বললেন এলাকাবাসী।
মোহন ইসলাম স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা।। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা,চাঁদগ্রাম ইউনিয়ন কোদালিয়া পাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কে বা কাহারা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর সর্দারের উপরে হামলা করে। রাজনীতি স্বার্থ হাসিলের লক্ষ্যে বিএনপির সুনামধন্য যুবদল নেতা ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ রুমেন বিশ্বাসের নামে জাহাঙ্গীর সর্দারের উপর হামলার মিথ্যা অভিযোগ উঠেছে। কোদালিয়া পাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন ৫ ই আগস্ট এর আগে এই জাহাঙ্গীর সর্দার কামারুল আরেফিনের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন,ও তার ছেলে রুবেল অনেক জায়গা থেকে টাকা মেরে দীর্ঘদিন ঢাকায় পলায়ন ছিলো। হয়তো রুবেলের থেকে টাকা পাওনাদার তার বাবার গায়ে হাত তুলতে পারে বলে আমরা ধারণা করছি। ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ রুমেন বিশ্বাস একজন ক্লিন ইমেজের রাজনীতি করে। তার দ্বারা এই হামলা করা অসম্ভব তার উপরে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট।