ফুলবাড়ীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার।
মোঃ ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে শশুর বাড়িতে জোবাইয়া আক্তার ইভা নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী জায়েদ হোসেন (২৩) কে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত বুধবার (৬নভেম্বর) উপজেলার এলুয়ারি ইউনিয়নের সহরা এলাকা থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত স্বামী জায়েদ হোসেন ওই এলাকার রুহুল আমিনের ছেলে এবং নিহত গৃহবধূ জোবাইয়া আক্তার ইভা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জহির রাহানের মেয়ে সেতাবগঞ্জ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার মহিব্বুল বলেন,গেল ১ নভেম্বর স্বামীর বাড়িতে যৌতুকের দাবিতে নির্মম নির্যাতনের শিকার স্ত্রী ইভার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগের ভিত্তিতে ধারা-১১(ক)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ (সংশোধিত ২০২০) গৃহবধূর বাবা জহির রায়হান বাদী হয়ে (৫ নভেম্বর) মঙ্গলবার রাতে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪। মামলার সুত্র ধরে প্রধান আসামি গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।