রক্ত দিন জীবন বাঁচান ভেড়ামারা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন এর উদ্যোগে ব্লাড গ্রুপিং এর কাজ চলছে।
মোহন আলী স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া।। স্বেচ্ছায় রক্তদানে আত্ম তৃপ্তি মিলে এই স্লোগানকে সামনে নিয়ে ভেড়ামারা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে। এই ধারা বাহিকতায় আজ শুক্রবার ০৮/১১/২০২৪ ইং তারিখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রবেলা মোড়ে এক ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পিং এর আয়োজন করেছেন বৃত্তিপাড়া কোদালিয়া পাড়া,লক্ষীধড়দিয়াড় যুব সংগঠন,উক্ত ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পিং এর ব্লাড গ্রুপিং করছেন ভেড়ামারা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন সদস্য গোলাম রাব্বি, সানজিদা ইয়াসমিন,আপন এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান,মেসার্স রুদ্র বৃষ্টির ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ আব্দুস সালাম,মেসার্স থান্দার ট্রেডার্স ও যুব সংগঠনের সদস্য মোঃ মেহেদী হাসান,মোঃ আব্দুল হাকিম,মোঃ সাইমন,রুদ্র,শিমুল, ইমরান,পিয়াস,জাহিদ হাসান,মুনির,মেহেদী,বাদশা উৎসব পারভেজ,সৌরভ,সাদি,কামরুল,আবু সাঈদ (শান্ত), নজরুল,মমিন ও কনক। যুব সংগঠনের সদস্য ও স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন ভেড়ামারা এর সদস্য আব্দুল হাকিম বলেন,আমাদের এই সেবামূলক কাজ শুধুমাত্র গরিব দুঃখী মানুষের জন্য,যারা টাকার অভাবে রক্ত কিনতে পারেন না,চিকিৎসা করতে পারেন না,তাদের জন্য আমরা এই সেবা অব্যাহত রেখেছি এবং আমাদের কাজ শুধু এটা না,ইনশাআল্লাহ আমরা এই শীতের মধ্যে গরিব দুঃখী মানুষের মাঝে কম্বলের ভিতরে করব এবং সমাজে অবহেলিত মানুষের পাশে যে দাঁড়াবো। আমাদের এই মহৎ উদ্যোগে আজ সার্বিক সহযোগিতায় যারা আছেন তারা হলেন M.S.B ব্রীকস্রা্ফ ফ্যাশন,রাশি মটরস,জুয়েল ট্রেডার্স ।