বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার। সংযুক্ত আরব আমিরাত দুবাই শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল কালীগঞ্জে জমির মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জনগণের মুক্তির প্রত্যাশা অপরাধ ও জঙ্গী উত্থানের অবসান ঘটাতে শেখ হাসিনাকেই চায় বাংলাদেশ আনোয়ারায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে ‘প্রহসন ও দেশবিরোধী ষড়যন্ত্র’ বললেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনান

ফুলবাড়ীতে হিন্দু ধর্মালম্বীদের সূর্য্য পূজা (ছট পূজা) অনুষ্ঠিত।।

ফুলবাড়ীতে হিন্দু ধর্মালম্বীদের সূর্য্য পূজা (ছট পূজা) অনুষ্ঠিত।।

মো.ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ-
দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ,উদ্দীপনার মধ্য দিয়ে দুইদিন ব্যাপী হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সূর্য্য পূজা (ছট পূজা) অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ফুলবাড়ীর ছোট যমুনা নদীর পূর্ব তীরে শুরু হওয়া এই পুজা আজ ৮ নভেম্বর শুক্রবার সুর্য্য উদয়ের সঙ্গে সঙ্গে শেষ হয়। স্বামী,সন্তান ও সংসারের মঙ্গলের জন্য সূর্য্য দেবতার কৃপালাভের আশায় হিন্দু সম্প্রদায়ের নারীরা নিজ নিজ বাড়ী থেকে ডালায় কুলা ভর্তি বিভিন্ন ফলমূল,নিজের তৈরি বিভিন্ন মিষ্টি মিষ্টান্ন,আটার তৈরি ঠেকুয়াসহ বিভিন্ন প্রসাদ সাজিযয়ে গত বৃহস্পতিবার (৭ নভেম্বর ) বিকেলে নদীর তীরে সূর্য্য দেবতার কৃপা লাভের আশায় সূর্য্যরে দিকে তাকিয়ে প্রার্থনা করেন উপবাস থাকা নারীরা। সূর্যাস্তের পর নারীরা কুলার প্রসাদ ডালায় উঠিয়ে নিয়ে ফিরে যান নিজ নিজ বাড়ীতে। পরদিন আজ শুক্রবার (৮ নভেম্বর) রাত দুইটার পর থেকে আবারো ফিরে আসেন নদীর তীরে কুলার প্রসাদ সাজিয়ে প্রতিক্ষায় থাকেন সুর্য্যে উঠার। সূর্য্য ওঠার পর থেকেই নদীর তীরে অবস্থানরত নারীরা সূর্য্য দেবতার কৃপালাভের জন্য নদীতে স্নান শেষে কুলায় ভর্তি প্রসাদ নিয়ে অর্ঘ দেন সূর্য্য দেবতার উদ্দেশ্যে প্রসাদ অর্ঘ শেষে বিবাহিতা নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। বর্তমান সময়ে পুজা উদযাপনে কেমন পরিবেশ রয়েছে সে বিষয়ে পুজা দর্শনে আসা দর্শনার্থী ও পুজা উদযাপন কমিটির সদস্যরা বলেন। ফুলবাড়ী উপজেলা কেন্দ্রী কালী মন্দির পরিচালনা কমিটির সদস্য সঞ্জয় প্রসাদ গুপ্ত বলেন,সূর্য্যপোসনার উৎসব ভারতে বিহার,ঝাড়খন্ড,উত্তর প্রদশসহ নেপালের অবাঙালি হিন্দু ধর্মালম্বীরা পালন করে থাকেন। এরই ধারাবাহিকতায় স্থানীয় ভাবে এই সূর্য্যপূজাকে স্থানীয়াবে ছট পুজা বলা হয়। এবং সেটা প্রতিবছর ছট পূজার আয়োাজন করা হয়। ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দিরের প্রধান পূরহিত শ্রী সুদামা উপাধ্যয় বলেন,সূর্য্য পূজা (ছট পূজা) মূলত অবাঙালি হিন্দু ধর্মালম্বী নারীরা স্বামী সন্তান ও সংসারের মঙ্গলার্থে সূর্য্য দেবের কৃপা লাভের আশায় নদীর তীরে সূর্য্য পূজা (ছট পূজা) করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page