রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
নবগঠিত সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটির বিজয় মিছিল ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থাগিত ॥ ক্ষুভে ফুঁসছে নেতাকর্মীরা॥ প্রতিবাদ সমাবেশ রাজাকারদের পাহারাদার দখলদার ইউনূস সরকারের প্রহসনের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে বাংলাদেশের ছাত্রসমাজ ৫ই আগষ্ট নোয়াখালী,চাটখিল থানা লুটের অস্ত্রে দিয়ে নিজেই নিজের গুলিতে আহত হয়ে মৃতুর ৯ মাস পর আদালতে অভিযোগ =!! ঝিনাইদহ কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অভয়নগরে অগ্নিবীণা ১২৬ তম নজরুল জয়ন্তী উৎসব ‘২০২৫ পালিত। মেধা মূল্যায়ন ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ! বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা খামারের গরু নিয়ে হাটে এসেছেন বিক্রির আশায়, গরুর দাম প্রত্যাশিত না হওয়ায় পড়েছেন বিপাকে !

নিখোঁজের দীর্ঘ সাড়ে ৪ বছরেও মেলেনি আতাউর রহমানের

নিখোঁজের দীর্ঘ সাড়ে ৪ বছরেও মেলেনি আতাউর রহমানের

সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহীঃ-রাজশাহীর দুর্গাপুর উপজেলার ক্ষিদ্র লক্ষীপুর গ্রামের মাওলানা মোঃ আতাউর রহমান আক্তারের নিখোঁজের দীর্ঘ সাড়ে ৪ বছরেও মেলেনি তার সন্ধান। তার স্ত্রী-সন্তানেরা পথ চেয়ে আছে আজো সে ফিরে আসবে,কিন্তু তার স্ত্রী সন্তানদের প্রশ্ন সে কি এখনো জীবিত আছে? না মারা গেছে? তার স্ত্রী ও তার সন্তান সাংবাদিক মোঃ মনিরুল ইসলামের বুকফাটা কান্না চোখের আকুতি বাবা ফিরবে তাই পথ চেয়ে থাকা। জানা যায়,গত ২০২০ সালের ১২ এপ্রিল দেশের তখন মহামারি করনা লোক ডাউন এ অবস্থায় সাংবাদিক মোঃ মনিরুল ইসলামের বাবা সকাল ৮টার সময় বাড়ি থেকে বের হন মাওলানা আতাউর আক্তার পরবর্তীতে তিনি আর বাড়ি ফিরে আসেন না। পরবর্তীতে তার স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগম দুর্গাপুর থানায় জিডি করেন। তার সন্ধানের জন্য হারানো বিজ্ঞপ্তি,থানায় জিডি,মাইকিং,সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে খোঁজার চেষ্টা করেও পাওয়া যায় নি। আতাউর রহমান আক্তার একজন হাফেজ মাওলানা ছিলেন। তিনি চাপাই নবাবগঞ্জের,কাপাসিয়া পাড়া,শিবগঞ্জ,কানসাট, ভোলাহাট,রহনপুর,গোমস্তাপুর,গোবরে দোলা,মল্লিকপুর ও গোদাগাড়ী থানার,হাট গোবিন্দপুর,যৈটা বটতলা,যৌবন লাইন পাড়া,আমনুরা সহ চাঁপাইয়ের ভিন্ন জায়গায় দীর্ঘ ২০ বছর ইমামতি করেছেন এবং বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করা সহ বিভিন্ন মাদ্রাসায় শিক্ষক হিসেবেও ছিলেন।শেষ দিকে হার্ট ও প্রেসারের সমস্যা হয়।তিনি বিভিন্ন দুশ্চিন্তার কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে যান।হারিয়ে যাওয়ার কয়েক মাস পূর্বে থেকে তিনি অসুস্থ ছিলেন। গত মঙ্গলবার ৫ নভেম্বরে সাংবাদিক মোঃ মনিরুল ইসলামের বাবার নিখোঁজের সন্ধানে রাজশাহী জেলা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইনে ২০ থেকে ২৫টা নিউজ পাবলিস্ট করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,মো:আতাউর রহমান আক্তার,পিতা সুবিদ মোল্লা,গ্রাম-ক্ষিদ্র লক্ষীপুর,পোষ্ট-বখতিয়ারপুর, থানা-দুর্গাপুর,জেলা-রাজশাহী। গত ২০২০ সালের ১২ এপ্রিল সকাল ৮টার সময় বাড়ি থেকে বের হন মাওলানা আতাউর আক্তার পরবর্তীতে তিনি আর বাড়ি ফিরে আসেন না। নিখোঁজের দীর্ঘ সাড়ে ৪ বছরেও সন্ধান মেলেনি তার। বর্ণনা:গায়ের রং-উজ্জ্বল শ্যামলা মুখমন্ডল গোলাকার,বয়স,পঞ্চান্ন (৬৫),উচ্চতা-৫ ফুট ২ ইঞ্চি পরনে ছিল-চকলেট রঙের পাঞ্জাবি ও চেক লুঙ্গি।
বিশেষ চিত্র:ডান গালের উপরে আঁচিলের দাগ আছে এবং মুখে চাপ দাড়ি আছে।সে রাজশাহীর আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ যদি তার সম্পর্কে কোনো তথ্য অথবা অবস্থান জেনে থাকেন তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
তার স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগম ০১৭৫০-৩৩০০৬৬
তার মেয়ের বড় জামাই মোঃ মকছেদ আলী প্রামানিক ০১৭২৪-৯৮২৪৩৬,তার ছেলে সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম +৮৮০১৮১৭-১০৯০৪০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page