অসহায় ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন
স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার:
“গড়বো মোরা সমাজসেবা,ঘরে ঘরে পৌঁছাবে মানবসেবা” এ শ্লোগানকে বুকে ধারণ করে প্রতিষ্ঠিত চট্টগ্রাম অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে নগরের বন্দরটিলা নেভী হলের সামনে দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সার রোগে আক্রান্ত শাহানাজ আক্তারকে গত ১১ নভেম্বর (সোমবার) চট্টগ্রাম অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন পক্ষ থেকে নগদ ১৯,৫০৭ তুলে দিলেন রোগী সাহানাজের হাতে তুলে দেওয়া হয়। এই অনুদানগুলো সংগ্রহ করা হয় সন্দ্বীপের কিছু বাজার থেকে। উল্লেখ্য,এর আগেও গত ২৮ সেপ্টেম্বর ১৫,৪৬৫ টাকা প্রদান করা হয়েছিল। মোট দুইধাপে ৩৫,০০০ হাজার প্রদান করে চট্টগ্রাম অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন পরিবার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি,শিক্ষা সম্পাদিকা রুনা আক্তার,উপদেষ্টা মোঃ আব্দুল মোমেন,উপদেষ্টা মোঃ তানভীর,প্রচার সম্পাদক স ম জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ তাহিদুল ইসলাম গালিব,সদস্য মোঃ আব্দুল হাকিম,সদস্য মোঃ সাজ্জাদ,সদস্য তাসলিমা আক্তার,সদস্য মোহাম্মদ জিহাদ সদস্য মোহাম্মদ সৈকত,সদস্য মোহাম্মদ শিমুল,সদস্য মোহাম্মদ হৃদয়,সদস্য মোঃ ওস্তাদ মাসুদ রানা,সদস্য মোহাম্মদ সাকিব,সদস্য প্রিয়া আক্তার প্রমুখ।