নরসিংদীতে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী জেলা।।
নরসিংদীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(১২ নভেম্বর)সকালে শহরের শিক্ষা চত্বর এলাকার পৌর পার্কে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করেন,জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
এ সময় তিনি বাজারের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বাজার সম্প্রসারণের জন্য নির্দেশনা দেন। উক্ত বাজারে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস,১২০ টাকা ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে। এ ছাড়াও মাছ সাধারণ বাজারের তুলনায় প্রতি কেজি ১০ থেকে ২০ টাকা কম দামে বিক্রি হচ্ছে। শাক-সবজির মধ্যে লাউ প্রকারভেদে ৪০ থেকে ৬০ টাকা,ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা,বরবটি ৬০ টাকা,লালশাক ৪০ টাকা,টমেটো ৮০ থেকে ১০০ টাকা,শিম ৮০ থেকে ১২০ টাকা,বেগুন ৬০ থেকে ৮০ টাকা,পটল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এদিকে নতুন এই বাজারে গরুর মাংস,মাছ ও ডিমসহ বিভিন্ন শাকসবজির ন্যায্যমূল্য পেয়ে খুশি সাধারণ মানুষ।