এ আর মালিক সিডস এর বহুল প্রচলিত ও অধিক রোদ-বৃষ্টি সহনশীল ফুলকপি হোঃ মার্বেল এর মাঠ দিবস অনুষ্ঠিত
মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:-দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের অন্তর্গত প্রাননগর(২৫ মাইল) এলাকা লিড ফার্মার মোঃ আবু বক্কার সিদ্দিক এর জমিতে এ আর মালিক সিডস কর্তৃক আয়োজিত বিশ্ববিখ্যাত সাকাতা কোম্পানির বহুল প্রচলিত ও অধিক রোদ-বৃষ্টি সহনশীল ফুলকপি হোঃ মার্বেল এর ফলাফল বিশ্লেষণে মাঠ দিবস সম্পন্ন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ শরিফুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা,বীরগঞ্জ, দিনাজপুর। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব পরিতোষ গোস্বামী,ম্যানেজার সেলস্,মালিক সিডস ঢাকা। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদুন নবী বাবু,স্বত্বাধিকারী মেসার্স রাশেদ এগ্রো ও সম্মানিত পরিবেশক মালিক সিডস,বীরগঞ্জ,দিনাজপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন,আরএন্ডডি ফার্ম ম্যানেজার (রিসার্চ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ লুৎফর রহমান, এরিয়া ম্যানেজার সেলস,দিনাজপুর এরিয়া। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ সালেক হোসাইন রাসেল,সিনিয়র রিসার্চজার,মালিক ফার্ম। উপস্থিত ছিলেন মোঃ বাবু মেসার্স সোনালী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ও মালিক সিডস এর সম্মানিত ডিলার, কাহারোল,দিনাজপুর। মোঃ মিজানুর রহমান মিজান মেসার্স আছিয়া এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ও মালিক সিডস এর সম্মানিত ডিলার,খানসামা,দিনাজপুর। মোঃ বাবু মেসার্স তারা বীজ ভান্ডার এর স্বত্বাধিকারী ও মালিক সিডস এর সম্মানিত ডিলার,জয়নন্দ,দিনাজপুর। মোঃ ইব্রাহিম মেসার্স কৃষি বীজ ঘর এর স্বত্বাধিকারী ও মালিক সিডস এর সম্মানিত ডিলার,২৫ মাইল,দিনাজপুর। মোঃ হাবিবুর রহমান হাবিব মেসার্স সিমান্ত এগ্রো ফার্ম এর স্বত্বাধিকারী ও মালিক সিডস এর সম্মানিত ডিলার, ঠাকুরগাঁও। এছাড়াও উপস্থিত ছিলেন বীরগঞ্জ ও পার্শ্ববতী উপজেলা থেকে ১৫০ জন লিড ফার্মার,নার্সারীম্যান, ডিলার ও বীজ ব্যবসায়ী ও বিভিন্ন এলাকা থেকে আগত ফুলকপি চাষী কৃষকগণ। উক্ত মাঠ দিবসে সভাপতিত্ব করেন জনাব মোঃ মেহেদী হাসান,মেসার্স মেহেদী বীজ ভান্ডার এর স্বত্বাধিকারী ও মালিক সিডস এর সম্মানিত পরিবেশক,২৫ মাইল বাজার,বীরগঞ্জ,দিনাজপুর। অনুষ্ঠান টি সাফল্যমন্ডিত করতে সার্বিক সহযোগিতায় ছিলেন আল-মুনতাকিম আক্তার,টিএসও,মালিক সিডস,ঠাঁকুরগাঁও এবং মোঃ রাশেদুল ইসলাম,সিনিয়র টিএসও,মালিক সিডস নিলফামারী-পঞ্চগড়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মুনজুর রহমান শাকিব,সিনিয়র সেলস এন্ড মার্কেটিং অফিসার,মালিক সিডস,দিনাজপুর।