লন্ডনে যুব লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
স ম জিয়াউর রহমান:চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
ড.ইউনুস গংদের পদত্যাগের দাবিতে ও যুবলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লন্ডনে যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত ও যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে যুবলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও রাষ্ট্রদ্রোহী,মানবাধিকার হরন কারী,গণহত্যা কারী বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস ও তাঁর পরিষদের উপদেষ্টাদের পদত্যাগ ও বিচারের দাবিতে গত ১১ নভেম্বর সোমবার সন্ধ্যায় লন্ডনের কমিউনিটি সেন্টারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান ও যুগ্ম সম্পাদক জামাল খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জান চৌধুরী।