কেন্দুয়ায় আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম গ্রেফতার
মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনা।।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজুকে রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে মঙ্গলবার ১২ নভেম্বর দিবাগত রাতে র্যাব-২ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান এই গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
তাজুল ইসলাম তাজু কেন্দুয়া উপজেলার একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। স্থানীয় রাজনীতিতে তার সক্রিয় ভূমিকার কারণে গ্রেফতার হয়েছে বলে অনেকের ধারনা। র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় তাজু ঢাকার ধানমন্ডি এলাকায় অবস্থান করছিলেন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এদিকে,তাজুর গ্রেফতারকে কেন্দ্র করে কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে