মিথ্যা মামলায় আটক আওয়ামী লীগ নেতা লেদু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণে দোকান শ্রমিক নিহতের ঘটনায় করা মামলায় চট্টগ্রামের বায়েজিদ থানা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গত ৬ নভেম্বর রাতে নগরীর খুলশী থানার গরীবউল্লাহ শাহ মাজার এলাকা থেকে র্যাবের চট্টগ্রাম জোনের একটি দল গ্রেফতার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেফতার আবদুল নবী লেদু (৫০) চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বাসা নগরীর অক্সিজেন মোড় এলাকায়। উল্লেখ্য,গত ১৬ জুলাই বিকেলে নগরীর মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমাবেশে গুলিবিদ্ধ হয়ে মো.ফারুক (৩২) নিহত হন। ফারুক নগরীর মুরাদপুরের একটি ফার্নিচার দোকানের কর্মচারি ছিলেন। তার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়।
র্যাব-৭ এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,সমাবেশে অংশগ্রহণকারী প্রায় ২ হাজার শিক্ষার্থী ও সাধারণ জনতার ওপর সেদিন আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ চালায়। তারা এলোপাতাড়ি বোমা বিস্ফোরণের পাশাপাশি দা-কিরিচ, লোহার রড,চাপাতি দিয়ে আঘাত করে এবং শটগান ও পিস্তল দিয়ে গুলি করে বহু ছাত্র-জনতাকে আহত করে।
গুলিবিদ্ধ হয়ে নিহত ফারুকের বাবা মো.দুলাল নগরীর পাঁচলাইশ থানায় ২৬৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার অজ্ঞাত আসামি আবদুল নবী লেদুকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। লেদুর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় আরও ৫টি মামলা আছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মিথ্যা মামলা দেখিয়ে আটক করেছে বলে অভিযোগ করেন। পরিবারের পক্ষ থেকে তার মুক্তি দাবি করেন।