সুজানগরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত।
এম এ আলিম রিপন: কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুজানগর উপজেলা শাখার উদ্যোগে দেশের সবচেয়ে জনপ্রিয় কিশোর পত্রিকার ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র সচিব আবুল বাশার ও সহকেন্দ্র সচিব আব্দুল মোমিন জানান, উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ শ্রেণী পর্যায়ের ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শুক্রবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বৃত্তি পরিক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরও আয়োজন বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।
মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম কেন্দ্রীয় আহবায়ক সিদ্দিক আহমেদসহ কিশোরকন্ঠ পাঠক ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।