আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে শীতের বিনোদন মুখি পযর্টক
চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজা।। চট্টগ্রাম পতেঙ্গা সী বিচের পর আনোয়ারর বিনোদন পযর্টক প্রাণ কেন্দ্র হিসাবে পারকি সমুদ্র সৈকতে শিক্ষা সফর ও বিনোদন ব্যবস্থার ভ্রমণ প্রেমিদের আগমন বাড়ছে।সেই সূত্রে দেখা যায় শীতের ঋতু ঘুরতে না ঘুরতে ভ্রমন পিপাসুদের আনাগোনা বাড়ছে।পারকি বীচ এলাকার দোকানিরা জানান। বছর ঘুরে আমাদের পর্যটন এলাকায় দীর্ঘ ১৫ কিলোমিটার এলাকা জুড়ে বিনোদনের জায়গা টি হচ্ছে পারকি সমুদ্র সৈকত। মানসিক প্রশান্তির ও বিদোনের অংশ বিশেষ।এর পাশা পাশি রয়েছে নতিন করে আর একটি পর্যাটন কেন্দ্র হিসাবে বাংলাদেশ ব্রিজ কর্মকর্তার তথ্যয়াবধনের সার্ভিস এরিয়া নামে পর্যটক কেন্দ্র, এখানে রয়েছে ৩০ টি বাংলো সিংগেল মোটরেস্ট ১০ টি, সুইমিংপুল, ভি আই পি বাংলো বিনোদনের জন্য সংযুক্ত পারকি সমুদ্র সৈকতে বীচ। আজ বিকাল ৩ ঘটিকায় এসে পৌছালেন পরিদর্শন করতে। কর্ণফুলী টানেল হয়ে অবস্থান করেন। সার্ভিস এরিয়ায় (বিবিএ) কর্ণফুলী টানেল মহাপরিচালক সচিব জনাব আবুল কালাম আজাদ ও চীফ অতিরিক্ত ইন্জিনিয়ার সহ বিবিএ সচিব ফাহিমুল ইসলাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফয়জুল কবির খান,দিলরুবা করবি উপদেষ্টা পরিদর্শন করেন।আরো জানা যায় ১৬ নভেম্বর সকালে বৃক্ষ রোপণ কর্মসুচী পালান করবেন বলে জানান।সহকারী প্রজেক্ট মেনেজার জনাব জালাল উদ্দীন পাপন।