সকল ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রিপোর্টঃ-সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহী।।
সকল ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিতে রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ নভেম্বর ২০২৪, বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। রাজশাহী ।সম্মেলনে বক্তারা বলেন,সরকারের উপসচিব ও তদূর্ধ্ব পদের জন্য‘কোটা পদ্ধতি’বাতিল করে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ করতে হবে। এছাড়াও পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন অর্থাৎ‘ক্যাডার যার মন্ত্রণালয় তার’এবং পক্ষপাতদুষ্ট জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠন করতে হবে। তাঁরা আরও বলেন,প্রশাসন ক্যাডারের উচ্চতর পদে পদ শূন্য না থাকলেও সুপার নিউমারারি পদোন্নতি দেয়া হয়। অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে পদ শূন্য থাকতে হবে, রিক্রুটমেন্ট রুল থাকতে হবে,দুদকের ক্লিয়ারেন্স থাকতে হবে,ডিপিসির সদস্যদের সন্তুষ্টি থাকতে হবে। এছাড়া ঐ ব্যাচের এডমিন ক্যাডারের কর্মকর্তাগণ চাহিদাকৃত গ্রেড পেয়েছেন তা নিশ্চিত হতে হবে-এরকম বিভিন্ন অজুহাতে অন্যান্য ক্যাডারের পদোন্নতি ঝুলিয়ে রাখা হয় বছরের পর বছর। এমন বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,রাজশাহী গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল গোফফার।