প্রতিহিংসাহীন রামগতি-কমলনগর গড়তে চাই সভায় বললেন:আশরাফ উদ্দিন নিজাম
মোঃ নুর হোসেন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: বিএনপির শিল্প-বাণিজ্যবিষয়ক সহসম্পাদক কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন,আমাদের দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হত্যা করার পরেও আমরা এখনো কারও বিরুদ্ধে একটি মামলাও দেয়নি। কমলনগরে ৯ হাজারের ওপর মামলার আসামি। রামগতিতে সাড়ে চার হাজারের ওপর মামলার আসামি। আমাদের নেতা-কর্মীদের প্রকাশ্যে গুলি করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয়েছে। আমরা এখনো প্রতিশোধ নেই নাই। আমরা আমাদের নেতার নির্দেশে বৈষম্যবিহীন,প্রতিহিংসাবিহীন কমলনগর-রামগতি গড়তে কাজ করে যাচ্ছি। গতকাল সোমবার বিকেলে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর লরেঞ্চ এলাকায় উপজেলা বিএনপি আয়োজিত’৩১ দফা সংস্কার প্রস্তাব,আগামী জাতীয় সংসদ নির্বাচন ও রামগতি- কমলনগর প্রেক্ষাপট’শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,আপনারা কেউ কেউ আমাদের কিছু নেতা-কর্মীদের ম্যানেজ করে বাঁচার চেষ্টা করছেন। যারা অপরাধ করেছেন,যারা আমার ভাইদের হত্যা করেছেন,তাদের কাউকেই ক্ষমা করা হবে না।’