বেপরোয়া ভ্যানচালকের চাকার তলে ক্লাস টু এর স্কুলছাত্রী মিষ্টি
রিপোর্টঃ-সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহী? আজ ১৯ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৯ টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিওরকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। দুর্গাপুর উপজেলার ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামের ভ্যানচালক মাসুদ রানার মেয়ে মিষ্টি। ঐসময় বেপরোয়া ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছোট্ট শিশু মিষ্টির পেটের উপর দিয়ে চাকা উঠে যায়। জরুরি ভিত্তিতে শিশুটি কে তার মা সাবিনা দুর্গাপুর মেডিকেলে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়,স্কুলের ছাত্র-ছাত্রীরা পানি খাওয়ার জন্য রাস্তার এপার ওপার পারাপার হয়,এমতাবস্থায় দূর্ঘটনাটি ঘটে। ভ্যানচালক ইয়ারুল এর বেপরোয়া গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মিষ্টির পেটের উপর দিয়ে ভ্যানের চাকা উঠে যায় এবং স্কুলের সামনে ল্যাম্প পোস্টে গিয়ে ধাক্কা খায় ও ল্যাম্পপোস্ট বাঁকা হয়ে যায়। এদিকে নিজের অপরাধ স্বীকার করেছে ভ্যানচালক ইয়ারুল। নিজ ইচ্ছাই না,এমন একটা এক্সিডেন্ট হবে আমি নিজেও বুঝতে পারিনি। ইয়ারুলের বাড়ি উপজেলার ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়ন এর কিশোরপুর গ্রামে। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ বলেন,যে আমাদের স্কুলে পানি খাওয়ার ব্যবস্থা আছে এবং প্রতিটি ক্লাসে বোতলে করে পানি রাখা আছে। ছোট্ট বাচ্চা’রা ছোটাছুটি করবে,খেলাধুলা করবে এটাই স্বাভাবিক। এমন একটা ঘটনা ঘটবে আমরা এটা আশা করিনি। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি এবং সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক ।