কেন্দুয়ায়,বড় হবো আমরা,বড় হবে দেশ,শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
রিপোর্টঃ-মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা উপলক্ষে“বড় হবো আমরা,বড় হবে দেশ”শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। তিনি বলেন,আজকে যারা শিক্ষার্থী তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। সুশিক্ষা গ্রহণের মাধ্যমে সকলকে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ সেবার কাজে আত্মনিয়োগ করতে হবে। এজন্য ছাত্র,শিক্ষক ও অভিভাবকের সমন্বয় একান্ত অপরিহার্য। সকল শিক্ষার্থীদের খারাপ কাজ পরিহার করে ভালো কাজে মনোযোগ দিতে হবে। সত্য ও ন্যায় পথে চলার মাধ্যমে শ্রদ্ধা করতে হবে মা,বাবা,শিক্ষক ও গুরুজনদের। জ্ঞান বিজ্ঞানের যুগে সকলকে একনিষ্ঠ হয়ে জীবনের সাফল্য অর্জন করতে হবে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি চারণ সাংবাদিক পুরষ্কার প্রাপ্ত সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মার সঞ্চালনায় বরণীয় অথিতির মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান,উপজেলা কৃষি অফিসার মো:হুমায়ূন দিলদার,থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান,রূপালী ব্যাংক কেন্দুয়া শাখা ব্যবস্থাপক সুবল চন্দ্র ঘোষ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা কতৃক স্বর্ণ পদক প্রাপ্ত নাগরিক সাংবাদিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক মো:খায়রুল আলম রফিক। সাবেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর মূল্যায়নে কেন্দুয়া উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো:মুখলেছুর রহমান বাঙ্গালীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহ্ আলী তৌফিক রিপন,স্বাস্থ্য ক্যাটাগরিতে জাতীয় শ্রেষ্ঠ গবেষক হিসেবে পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থী স্বোপার্জিতা হক তালুকদার,সাবেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবা জান্নাত প্রিয়ন্তী,জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাম্মাদ সাদী,সায়মা শাহজাহান একাডেমীর খান আদনান শাহরিয়া,আয়শা সালাম ভূঞা একাডেমীর শিক্ষার্থী আশরাফুল আলম লিংকন।