সুজানগরে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
এমএ আলীম রিপন,সুজানগর প্রতিনিধি,পাবনাঃ পাবনার সুজানগরে আট গ্রাম হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে থানা পুলিশ। সুজানগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দুলাই ইউনিয়নের চিনাখরা বাজার সুইসগেট সংলগ্ন স্থানে লক্ষণ চন্দ্র সরকার ও হাসমত নামে দুইজনের দেহ তল্লাশি করে আট গ্রাম হিরোইন উদ্ধার করে। আটককৃত লক্ষণ চন্দ্র সরকার(৪৮) উপজেলার দুলাই ইউনিয়নের আন্ধার কোটা গ্রামের শ্রী বিমল চন্দ্র সরকারের ছেলে এবং অপরজন মোঃ হাসান ওরফে হাসমত(৩০) একই গ্রামের মোহাম্মদ মানিক শেখের ছেলে। বিষয়টি সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার রাতে সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান,গ্রেফতারকৃত দুইজনের মধ্যে শ্রী লক্ষণ চন্দ্র সরকার তালিকাভুক্ত একজন মাদক ব্যবসায়ী। আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এ সময় সুজানগর থানার ওসি আরো বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।