চট্টগ্রামে হযরত অছি উল্লাহ শাহ ( রহ:) এর ৫৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত
চট্টগ্রাম নগরের দেওয়ানহাটে হযরত শাহসূফি অছি উল্লাহ শাহ ( রহ:) এর ৫৩ তম বার্ষিক ওরশ শরীফ গতকাল ২০ নভেম্বর মাজার শরীফে অনুষ্ঠিত হয়। ওরশ শরীফের দিনব্যাপী আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল খতমে কুরআন,খতমে গাউসিয়া,দোয়া মাহফিল,মাজার শরীফে গোসল,পুষ্পমাল্য দান,মিলাদ মাহফিল,মিলাদ-কেয়াম, বিশেষ মোনাজাত ও তবরুক বিতরণ। আয়োজিত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন হযরত পীর আলী শাহ প্রকাশ পোয়া ফকির (ম:জি:আ:) ওয়াজ মাহফিলে তকরির পেশ করেন হযরত পীর আলী শাহ ফোরকানীয়া মাদরাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ সোলাইমান,মসজিদে দেওয়ানীয়ার খতিব মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন রেজভী (ম:জি:আ:),রাউজান দারুল ইসলাম ফাজিল মাদরাসার আরবী প্রভাষক হযরত শাহসূফি মুফতি আবদুল্লাহ ফোরকান আলকাদেরী (ম:জি:আ:),জামেয়া আহমদীয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি আবুল হাসনাত আলকাদেরী (ম:জি:আ:), জামেয়া আহমদীয়া সুন্নীয়া মাদরাসার ফকিহ হযরত মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী ( ম:জি:আ:) এসময় উপস্থিত ছিলেন মাজারের খাদেম ও আশেক মো:কুরবান আলী,ইমরান আলী,মো:তৈয়ব উদ্দিন,গোলাম হোসেন লিটন,মো:হাসান,মো:এসকান্দর মিয়া,মো:শাহ আলম,আনোয়ার হোসেন,মো:মহিউদ্দিন, মো:রানা। মিলাদ কেয়াম শেষে বিশেষ মোনাজাতের পর তবরুক বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়।