অভয়নগরে আর্মি অভিযানে ধারালো অস্ত্র মাদকসহ ৪জন গ্রেপ্তার হয়েছে।
যশোর অভয়নগর প্রতিনিধি মাহাদী হাসান মেহেদী।
যশোর অভয়নগরে আর্মি ক্যাম্প হতে ২০ নভেম্বর রাতে ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে অভয়নগর আর্মি ক্যাম্প কর্তৃক মাদক অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে মাদক এবং ধারালো অস্ত্রসহ মোহাম্মদ সাজ্জাদ মোল্লা (২৮),মোহাম্মদ ইব্রাহিম শেখ (৪০) ও মোঃ হুমায়ূন (৪০) নামের তিনজন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত মালামাল হলো-ধারালো অস্ত্র-৩টি,গাজা–৩ কেজি ৮০০ গ্রাম,ফেনসিডিল ১ বোতল,মোবাইল-২টি। তিনজন আসামীকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ সাজ্জাদ মোল্লা (২৮)পিতাঃ মৃত মোনতাজ মোল্লা,গ্রামঃ গোয়াখোলা,আদর্শপাড়া,মোহাম্মদ ইব্রাহিম শেখ(৪০) পিতাঃ মৃত বাবর আলী,গ্রামঃ সিরাজকাঠি, মোঃ হুমায়ূন (৪০),পিতাঃ মৃত সহিদুল ইসলাম,গ্রামঃ পূর্ব বুইকারা।তারা সকলেই নওয়াপাড়া পৌরসভা,থানাঃ অভয়নগর,জেলাঃ যশোরের বাসিন্দা।