সুজানগর পৌর জামায়াতের আমির নির্বাচিত হলেন রফিকুল ইসলাম
এম এ আলিম রিপন,সুজানগর প্রতিনিধি,পাবনা।।। বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার আমীর নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম খান। ২০২৫- ২৬ কার্যকালের জন্য পৌর আমীর নির্বাচিত হন মেধাবী সাবেক এ ছাত্রশিবির নেতা ।নবনির্বাচিত সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুজানগর উপজেলা শাখার সভাপতি এবং পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার নায়েবে আমীর হিসেবে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন ।নবনির্বাচিত সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান নবী রাসুলের পথ অনুসরণে ইসলাম ও সাংগঠনিক কাজ সততা এবং নিষ্ঠার সাথে পালনের জন্য সকলের কাছে দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।